আপনার জানার ও বিনোদনের ঠিকানা

জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার রাফিউলের বাবা বলেন- আমার ছেলে যে জঙ্গি হবে এটা বিশ্বাস করতে পারছি না

সিরাজগঞ্জ প্রতিনিধি: টানা চৌদ্দ বছর দেশের বাইরে থেকে উপার্জন করেছেন। এরপর নিজ বাড়ি যমুনায় ভেঙ্গে গেলে বাসাভাড়া নিয়ে শহরে থেকে ছেলেকে পড়িয়েছেন’। সেই ছেলে জঙ্গি হবে মানতেই পারছেন না রাফিউলের পিতা সাইফুল ইসলাম। তিনি বলেন, আমার একমাত্র ছেলে রাফিউল ইসলাম রিয়ান ছোটবেলা থেকেই খুবই শান্ত এবং মেধাবী। শান্ত স্বভাব এবং পড়ালেখায় ভালো ছিলো বলে এলাকায় সবাই ওকে খুব আদর করতো। সেই ছেলে যে আমার কুলাউড়ার জঙ্গি আস্তানায় ধরা পড়বে এটা ভাবতে পারছি না। ও ছাত্রলীগের রাজনীতিকে ওর আদর্শ মানতো। আমি নিজেও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। কিন্তু কেমন করে কি হয়ে গেলো। আমি হার্র্টের রোগী । এসব কিভাবে সামলাবো? এখন নিজের গ্রাম যমুনায় ভেঙ্গে যাবার পরে অন্য স্থানে চলে এসেছি। এখন কাউকেই একথা বলে বোঝাতে পারছি না। কথাগুলো বলতে বলতে অনেকবার দম নেন কুলাউড়ার জঙ্গি আস্তানায় গ্রেপ্তার রাফিউল ইসলাম ওরফে রিয়ানের পিতা সাইফুল ইসলাম(৫১)। তার জন্মস্থান সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকৃরিয়া গ্রামে। যমুনায় নিজের ভিটেমাটি হারানোর পরে ২০০৩ সাল থেকে বগুড়ার শেরপুর শহরে বাসাভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। রাফিউলের মা রেবা খাতুন মাইজবাড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০০১ সালের নির্বাচনে জয়লাভ করেন। সদস্যপদে দায়িত্ব পালন করেছেন ২০১০ সাল পর্যন্ত।

একমাত্র ছেলেকে ভালো স্কুলে পড়ানোর জন্যে সাইফুল পরিবার সহ ২০০৮ সাল থেকে স্থায়ীভাবে শেরপুর শহরে বাসাভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেখানকার সামিট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ছেলেকে ভর্তি করেন। সেখান থেকে ২০২০ সালে এসএসসি পাস করেন রাফিউল। এরপর একই প্রতিষ্ঠান থেকে ২০২২ সালে এইচএসসি পাশ করেন তিনি।এরপর লক্ষ ছিলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু সেটি না হবার কারণে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে ভর্তি হন। সেখান থেকে চারমাস পরে চলে যান পাবনায়। কিন্তু পাবনা গিয়ে তিনি শিক্ষকতার চাকুরি নেন সেখানকার তালিমুল একাডেমিতে-জানান রাফিউলের পিতা। তিনি বলেন, ছেলের বন্ধু বান্ধবেরা অনেকেই ভালো জায়গায় চান্স না পাওয়ায় আবারো ভর্তির সুযোগ নেবার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু পাবনা যাবার পরে সেখানে মাদ্রাসায় চাকুরি নিলে সে বাড়ি আসতো দেরিতে। আমিও হার্টের রোগী। মনে করেছি ছেলে আমার ভালই আছে। কিন্তু কিযে হয়ে গেলো।,
রাফিউলের মা রেবা খাতুন জানান, দুই সপ্তাহ আগে ফোনে ছেলে জানায় সে বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যাবে। কয়েকদিন থাকবে সেখানে। কয়েকদিন যাবৎ তার সাথে ফোনে কথাও হয়না। এরইমধ্যে মুনতে পেলাম ছেলে আমার গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমার ছেলে এমনটি করতেই পারে না। বন্ধুদের পাল্লায় পড়ে হয়তো এমনটি করেছে।
সাইফুল ইসলাম জানান, তিনি ১৯৯১-৯২ সালে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগের প্যানেলের নির্বাচিত ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। এরপর আগে তিনি মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানান।
২০২২ সালে ছেলে শেরপুর থেকে চলে গেলে সাইফুল ইসলাম বসবাস বগুড়া জেলার ধুনট থানার মাটিকোড়া গ্রামে বসতি গড়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘হতাশ শোবিজের তারকারা’

নিজস্ব প্রতিবেদক: এবার এক ডজনেরও বেশি শোবিজের তারকা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা বেশ ঘটা করে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। হিসেব নিয়ে দেখা

৭৬ বছরের রেকর্ড ভাঙল এবারের তীব্র তাপপ্রবাহ

ঠিকানা টিভি ডট প্রেস: অসহনীয় গরমে পুড়ছে দেশ। কখনও তীব্র আবার কখনোঅতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে। তীব্র গরমে হাঁসফাঁস

স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আইসিইউতে

ঠিকানা টিভি ডট প্রেস: স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি

লঘুদণ্ড থেকে অব্যাহতি পেলেন ইসি কর্মকর্তা শফিকুল

অসদাচরণ’ এবং ‘দুর্নীতি পরায়ণতা’র অভিযোগে লঘুদণ্ডপ্রাপ্ত নির্বাচন কমিশন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে চলমান শাস্তি থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতির আদেশক্রমে এ অব্যাহতি দিয়েছে

মিয়ানমার থেকে দেশে ফিরেছে আরও ৪৫ কারাবন্দী

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের জেলে বন্দী থাকা ৪৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। রোববার (৯ জুন) সকালে কক্সবাজারের উদ্দেশ্যে আসা মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে করে দেশে

বিশ্বের ১০ বিষধর সাপ: দেশজুড়ে আতঙ্ক ছড়ানো রাসেল ভাইপার কি আছে তালিকায়

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ জুড়ে এখন ব্যাপক আলোচনায় রাসেল ভাইপার, সঙ্গে জেলায় জেলায় আতঙ্ক। বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, বিশ্বের সবচেয়ে