আপনার জানার ও বিনোদনের ঠিকানা

জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার রাফিউলের বাবা বলেন- আমার ছেলে যে জঙ্গি হবে এটা বিশ্বাস করতে পারছি না

সিরাজগঞ্জ প্রতিনিধি: টানা চৌদ্দ বছর দেশের বাইরে থেকে উপার্জন করেছেন। এরপর নিজ বাড়ি যমুনায় ভেঙ্গে গেলে বাসাভাড়া নিয়ে শহরে থেকে ছেলেকে পড়িয়েছেন’। সেই ছেলে জঙ্গি হবে মানতেই পারছেন না রাফিউলের পিতা সাইফুল ইসলাম। তিনি বলেন, আমার একমাত্র ছেলে রাফিউল ইসলাম রিয়ান ছোটবেলা থেকেই খুবই শান্ত এবং মেধাবী। শান্ত স্বভাব এবং পড়ালেখায় ভালো ছিলো বলে এলাকায় সবাই ওকে খুব আদর করতো। সেই ছেলে যে আমার কুলাউড়ার জঙ্গি আস্তানায় ধরা পড়বে এটা ভাবতে পারছি না। ও ছাত্রলীগের রাজনীতিকে ওর আদর্শ মানতো। আমি নিজেও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। কিন্তু কেমন করে কি হয়ে গেলো। আমি হার্র্টের রোগী । এসব কিভাবে সামলাবো? এখন নিজের গ্রাম যমুনায় ভেঙ্গে যাবার পরে অন্য স্থানে চলে এসেছি। এখন কাউকেই একথা বলে বোঝাতে পারছি না। কথাগুলো বলতে বলতে অনেকবার দম নেন কুলাউড়ার জঙ্গি আস্তানায় গ্রেপ্তার রাফিউল ইসলাম ওরফে রিয়ানের পিতা সাইফুল ইসলাম(৫১)। তার জন্মস্থান সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকৃরিয়া গ্রামে। যমুনায় নিজের ভিটেমাটি হারানোর পরে ২০০৩ সাল থেকে বগুড়ার শেরপুর শহরে বাসাভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। রাফিউলের মা রেবা খাতুন মাইজবাড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০০১ সালের নির্বাচনে জয়লাভ করেন। সদস্যপদে দায়িত্ব পালন করেছেন ২০১০ সাল পর্যন্ত।

একমাত্র ছেলেকে ভালো স্কুলে পড়ানোর জন্যে সাইফুল পরিবার সহ ২০০৮ সাল থেকে স্থায়ীভাবে শেরপুর শহরে বাসাভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেখানকার সামিট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ছেলেকে ভর্তি করেন। সেখান থেকে ২০২০ সালে এসএসসি পাস করেন রাফিউল। এরপর একই প্রতিষ্ঠান থেকে ২০২২ সালে এইচএসসি পাশ করেন তিনি।এরপর লক্ষ ছিলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু সেটি না হবার কারণে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে ভর্তি হন। সেখান থেকে চারমাস পরে চলে যান পাবনায়। কিন্তু পাবনা গিয়ে তিনি শিক্ষকতার চাকুরি নেন সেখানকার তালিমুল একাডেমিতে-জানান রাফিউলের পিতা। তিনি বলেন, ছেলের বন্ধু বান্ধবেরা অনেকেই ভালো জায়গায় চান্স না পাওয়ায় আবারো ভর্তির সুযোগ নেবার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু পাবনা যাবার পরে সেখানে মাদ্রাসায় চাকুরি নিলে সে বাড়ি আসতো দেরিতে। আমিও হার্টের রোগী। মনে করেছি ছেলে আমার ভালই আছে। কিন্তু কিযে হয়ে গেলো।,
রাফিউলের মা রেবা খাতুন জানান, দুই সপ্তাহ আগে ফোনে ছেলে জানায় সে বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যাবে। কয়েকদিন থাকবে সেখানে। কয়েকদিন যাবৎ তার সাথে ফোনে কথাও হয়না। এরইমধ্যে মুনতে পেলাম ছেলে আমার গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমার ছেলে এমনটি করতেই পারে না। বন্ধুদের পাল্লায় পড়ে হয়তো এমনটি করেছে।
সাইফুল ইসলাম জানান, তিনি ১৯৯১-৯২ সালে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগের প্যানেলের নির্বাচিত ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। এরপর আগে তিনি মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানান।
২০২২ সালে ছেলে শেরপুর থেকে চলে গেলে সাইফুল ইসলাম বসবাস বগুড়া জেলার ধুনট থানার মাটিকোড়া গ্রামে বসতি গড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

সব হাসপাতালে ডেঙ্গু কর্নার, মেডিকেল কলেজে ডেডিকেটেড ওয়ার্ড চালু

সরকারি সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেগুলোতে পৃথক ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে ডেঙ্গু ডেডিকেটেড

বাঘাবাড়ি ওয়েল ডিপো জ্বালানী তেলবাহী ট্যাংকলরীতে অগ্নিকান্ড অল্পের জন্য রক্ষা পেল ডিপো

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের বাঘাবাড়ি ওয়েল ডিপোর ভিতরে মেঘনা ওয়েল কোম্পানির জ্বালানী তেলবাহী একটি ট্যাংকলরীর ইঞ্জিনে

সিরাজগঞ্জ যমুনার চরের একমাত্র স্কুলটি পুড়ে ছাই

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে যমুনার চরে গড়ে ওঠা একমাত্র নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে বিপাকে পড়েছে চরাঞ্চলের শিক্ষার্থীরা। সোমবার (২৪ জুলাই) বিকালে

সিরাজগঞ্জ সদরে খাদ্যবান্ধব চাল বিতরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ শেখ হাসিনা’র বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ – এ প্রতিপাদ্য নিয়ে – সিরাজগঞ্জ সদর উপজেলার  খাদ্যবান্ধব কর্মসূচী’র সেপ্টেম্বর ও অক্টোবর-২০২৩ মাসের

প্রেমিক-প্রেমিকাসহ মাদরাসার টয়লেটে তালা

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি দাখিল মাদরাসার টয়লেট থেকে প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করেছে পুলিশ। রোববার(৩ অক্টোবর)দুপুর ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে

বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর রেজা কিবরিয়া : নুর

গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার বিরুদ্ধে নানান অভিযোগ করেছেন তারই দলটির সদস্য সচিব নুরুল হক নুর। তিনি বলেন, টাকার লোভে সরকারের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে