রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের আয়োজনে ভোট গ্রহণে কর্মকর্তাদের দিনব্যাপী নির্বাচনি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।রোববার ১৯ মে সকালে উপজেলার চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে থেকে প্রিজাইডিং কর্মকর্তা,সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং ১২০১ জন কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নেন। চৌহালী উপজেলার নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক লিটুস লরেন্স চিরান । বিশেষ অতিথি, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল কুমার দত্ত, ও উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল বাতেনসহ নির্বাচন অফিসের কর্মকর্তা/ কর্মচারী বৃন্দ।
বেলকুচিতে ভূল সিজারে প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে ভূল সিজারে মরিয়ম খাতুন নামের এক প্রসূতি মায়ের মৃত্যুর হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শেরনগর এলাকায় বিসমিল্লাহ