নিজস্ব প্রতিবেদক: চীনের হেনান প্রদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ছাত্রাবাসে আগুন লেগে ১৩ জনের মত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
নিহতদের মধ্যে কতজন শিক্ষার্থী তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা এক ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।
সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৯ রাতে মধ্য হেনানের ফাংচেং জেলার ইংকাই স্কুলে এই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মধ্যরাতের দিকে এই আগুন নেভাতে সক্ষম হয় দমকলকর্মীরা।
ইংকাই স্কুলের উইচ্যাট অ্যাকাউন্ট থেকে জানা যায়, দুর্ঘটনাকবলিত ছাত্রাবাসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকে। এর সঙ্গে সংযুক্ত একটি কিন্ডারগার্ডেনও রয়েছে। বেইজিং ইয়ুথ ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, এ ছাত্রাবাসের অধিকাংশ শিক্ষার্থী গ্রাম থেকে আসা। এ ঘটনার পরপর স্কুলমালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।’