বাংলা পোর্টাল: চালের দাম নিয়ন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি’) থেকে ৮ বিভাগে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় কোনো মজুদ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
বুধবার (১৭ জানুয়ারি’) খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ধান-চালের বাজার ঊর্ধ্বগতি রোধ করতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, যারা হাজার-হাজার মণ ধান আড়তদারির নাম করে বিনা লাইসেন্সে স্টক করছে, তাদের ছাড় দেয়ার কোনো উপায় নেই। মিল মালিকের কাছে যদি ধান মজুদ থাকে তাহলে তাকেও ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, ব্যবসায়িক সূত্র বা ইকোনমিক্স থিওরি বলে-যখন চাহিদা বেশি হয় তখন দাম বাড়ে, সরবরাহ কমে গেলে দাম বাড়ে। আমি তো এই মুহূর্তে সরবরাহ কমের কোনো অবস্থা দেখছি না।
সাধন চন্দ্র মজুমদার বলেন, সরবরাহ যাতে না কমে যায় তার জন্য আমরা ইতোমধ্যে ট্যাক্স ফ্রি করে দিয়ে আমদানি করার চেষ্টা করছি। আমাদের ফাইল প্রসেসে আছে। হয়ত আমরা এটা ২ থেকে ৫ দিনের মধ্যে ফাইনাল করব। কারণ অযথা স্টক করে রেখে পরে আবার বলবেন, আমরা মরে গেলাম, মরে গেলাম। এ কথা যাতে না শুনি।’