মাগুরা শহরের ভায়না টিটিডিসি পাড়ার ১৩৮ নম্বর বাড়িতে টাঙানো হয়েছে এমন একটি সাইনবোর্ড।
প্রায় এক দশক ভবনটি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে পরিচিত। তবে গত সপ্তাহে ভবনমালিকের পক্ষ থেকে ওই সাইনবোর্ড টাঙানো হয়েছে।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক দশক আগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম ওরফে সুজা তিনতলাবিশিষ্ট ওই ভবনের নিচতলার একটি কক্ষ ব্যবসায়িক কাজে ভাড়া নিয়েছিলেন।
২০১৩ সাল থেকে কক্ষটি রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করা শুরু করেন ওই নেতা। পরে সেটি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের চাপ দেওয়ার কোনো কারণ নেই।
কোন দলের কার্যালয় কোথায় থাকবে, এটা তো আসলে পুলিশের বিষয় না। তিনি কয়েক দিন আগে একজন দোকানির কাছে জানতে পারেন, ভবনমালিক কার্যালয়টি সরিয়ে নিতে বলেছেন।
ছবি ও তথ্যঃ প্রথম আলো