মোঃ রেজাউল করিম খান: সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে,চেক ও ষ্ট্যাম্পের মাধ্যমে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে অগ্রনী ব্যাংকের ভুইয়াগাতী শাখার প্রিন্সিপাল অফিসার
হাফিজুর রহমান এর বিরুদ্ধে। গত ২০’জানুয়ারী সলঙ্গা থানার হাট ইসলা গ্রামের সুজাব আলীর ছেলে হেলাল শেখ রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সুত্রে জানা যায়,ভুইয়াগাতী বাজারের অগ্রনী ব্যাংক লিমিটেড এর অগ্রনী ব্যাংকের ভুইয়াগাতী শাখার প্রিন্সিপাল অফিসার
হাফিজুর রহমানের সাথে ভুক্তভোগী হেলাল শেখ এর ব্যাংকে ব্যবসায়িক লেন দেন সুবাদে পরিচয় হয়।
এক পর্যায়ে অগ্রনী ব্যাংকের ভুইয়াগাতী শাখার প্রিন্সিপাল অফিসার হাফিজুর রহমান ভুক্তভোগীর ছেলে সাগর সেখ (২০) কে চাকুরী দেওয়ার কথা বলে এবং গত ১৮/০৮/২০২২ইং তারিখে ৩টি ঢেক যাহার নম্বর ১১৭২২৮৪৬৮৫৫, ১১৭১৭৭৮২৩৫৮ ও১১৮১০৮৯০১৮০ এর যাহার সঞ্চয়ী হিসাব নং ৬১৭৯ এর মাধ্যমে মোট ৪,০০,০০০/- (চারলক্ষ) টাকা নেয়।
কিছুদিন পর আবারো আরও (তিন লক্ষ) টাকা দাবী করেন তিনি। পরে
উপায় অন্ত না পেয়ে ভুক্তভোগী হেলাল শেখ ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমান এর মিথ্যা প্রলোভনে আকৃষ্ট হয়ে গত ১৮/০৮/২০১৯ইং তারিখে ৫০ টাকা মূল্যের জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে আরোও (তিন লক্ষ) টাকা নগদে দেন। যাহার স্ট্যাম্প নং ১৯০৭। এ ভাবেই ভুক্তভোগী ৪ ধাপে মোট (সাত লক্ষ) টাকা নেন ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমান।
এমতাবস্থায় গত ১০/১০/২০২২ইং তারিখ শনিবারে ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমানের বর্তমান ঠিকানা গিয়ে তার কাছে টাকা ফেরত চাইলে সে কোন টাকা দিতে পারবেনা বলে সাফ জানায় এবং অশালীন আচরণ করে ও ভুক্তভোগী কে প্রাণ নাশ ও ভয়ভীতি প্রদর্শন করে।
এ-বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী হেলাল শেখ।
অভিযোগ এর বিষয়ে জানতে, অগ্রনী ব্যাংকের ভুইয়াগাতী শাখার প্রিন্সিপাল অফিসার
হাফিজুর রহমান এর মুঠোফোনে গনমাধ্যম কর্মী পরিচয়ে জানতে চাইলে ফোনের লাইন কেটে বন্ধ করে দেন।
এ-বিষয়ে কোন কথা বলবেন বলে জানিয়েছেন অগ্রনী ব্যাংকের ভুইয়াগাতী শাখার ব্যাবস্থাপক মো. আহসান হাবিব।
এ-বিষয়ে রায়গঞ্জ থানার এস.আই নুরে-আলম মোঠোফোনে বলেন-এ বিষয়টি একটি লিখিত অভিযোগ পেয়েছি। অগ্রনী ব্যাংকের ভুইয়াগাতী শাখার প্রিন্সিপাল অফিসার হাফিজুর রহমান পলাতক রয়েছে। দ্রুতই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।