চলছে নভেম্বর মাস। করদাতাদের কর দেওয়ার মাস। করোনাভাইরাস মহামারির কারণে এ বছরও কর মেলা হচ্ছে না। তবে করদাতাদের সুবিধার্থে মেলার পরিবেশে আয়কর রিটার্ন গ্রহণ কার্যক্রম চলছে।
এমনকি, ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবসেও বিশেষ শোভাযাত্রা করা হবে না।
তবে এবার রাজধানীর কর অঞ্চল ৫-এর সেগুনবাগিচা ও কাকরাইল অফিসে কর রিটার্ন-গ্রহণ বুথ, তথ্য কেন্দ্র, পরামর্শ কেন্দ্র ও ই-রিটার্ন কেন্দ্র স্থাপন করা হয়েছে। একই সঙ্গে থাকছে অনলাইন রিটার্ন সুবিধা। ফলে, মেলার কথা না ভেবে নিজের এলাকার কর অঞ্চলে গিয়ে কর দিলেই হবে।
এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের ভোগান্তি দূর করতে নভেম্বর মাসব্যাপী বিভিন্ন সেবা কার্যক্রমের ব্যবস্থা করেছে।
অন্যদিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১ থেকে ১৫ নভেম্বর রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে কেন্দ্র স্থাপন করেছে কর অঞ্চল-৪।
তবে, মেলা না হলেও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে করদাতাদের কর কার্ডসহ অন্যান্য সম্মাননা দেওয়া হবে।