শিব্বির আহমদ রানা, চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ১৫টি সাংগঠনিক কমিটির নব নির্বাচিত আমীরের শপথগ্রহণ অনুষ্ঠান সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, থানা ও পৌরসভার নব নির্বাচিত আমিরদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় শপথগ্রহণ অনুষ্ঠানে জেলার নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সহকারী সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নুরুল হোসাইন ও কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় শপথগ্রহণ করেন নব নির্বাচিত আমীর- অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী (লোহাগাড়া উপজেলা), মাওলানা কামাল উদ্দীন (সাতকানিয়া উপজেলা), মাওলানা কুতুব উদ্দীন (চন্দনাইশ উপজেলা), মুহাম্মদ জসীম উদ্দীন (পটিয়া উপজেলা), ডা. খোরশেদুল আলম (বোয়ালখালী উপজেলা), মাওলানা মুনির আবছার চৌধুরী (কর্ণফুলী উপজেলা), মাস্টার আবদুল গণি (আনোয়ারা উপজেলা), অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল (বাঁশখালী উপজেলা), মাস্টার সিরাজুল ইসলাম (সাংগু থানা), এস.এম নাছির উদ্দীন (কালারপোল থানা), মুহাম্মদ শাহজাহান (মোহনা থানা), অধ্যক্ষ হামিদ উদ্দীন (সাতকানিয়া পৌরসভা), মাস্টার সেলিম উদ্দীন (পটিয়া পৌরসভা), মাওলানা আবু তাহের (বাঁশখালী পৌরসভা) এবং মুহাম্মদ হারুন (বোয়ালখালী পৌরসভা)।
অনুষ্ঠানে নব নির্বাচিত আমীরদের শপথবাক্য পাঠ করান জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
উল্লেখ্য, আগামী এক সপ্তাহের মধ্যে ২০২৫-২৬ কার্যকালের জন্য চট্টগ্রাম উপজেলা, থানা ও পৌরসভার ১৫টি সাংগঠনিক কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে বিশেষ সূত্রে জানা যায়।