নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উগ্রবাদী সংগঠন ইসকনকে নিয়ে দেয়া পোস্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে একদল ইসকন সমর্থক বিক্ষোভকারীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত পুলিশ সদস্য আহত হন।
তাদের মধ্যে কয়েকজন অ্যাসিডদগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ১০টায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় এ ঘটনা ঘটেছে। ইসকন সমর্থকদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম নৈরাজ্যের সৃষ্টি হয়।’
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ মঙ্গলবার রাতে সাংবাদিকদের বলেন, ‘হাজারী গলি এলাকার মো. ওসমান নামের এক দোকানদার কয়েক দিন আগে তার ফেসবুকে ইসকনের নাম উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেন। এতে ক্ষুব্ধ হয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন সন্ধ্যার দিকে তার দোকানে গিয়ে হামলা চালায়। ওই সময় তারা বিক্ষোভ করতে থাকে।’
তিনি বলেন, ‘এই খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে যান। ওসমানকে উদ্ধার করে নিয়ে আসার সময় বিক্ষুব্ধ লোকজন তাকে তাদের হাতে তুলে দিতে দাবি জানায়। ওই সময় তারা ইটপাটকেল ছুড়তে থাকে। পরে ওসমানকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। এতে আরও ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ লোকজন যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আবার ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে তারা অ্যাসিডও নিক্ষেপ করে তারা।’
তারেক আজিজ আরও বলেন ‘এই ঘটনায় সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) মাহফুজুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে একজন অ্যাসিডদগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।’