আপনার জানার ও বিনোদনের ঠিকানা

গ্যাসের তীব্র সংকট: দ্রুত উন্নতির সম্ভাবনা কম’

নিজস্ব প্রতিবেদক: গ্যাসের তীব্র সংকটে রাজধানীসহ দেশের অনেকস্থানে নিত্যপ্রয়োজনেও দিনের অধিকাংশ সময় আগুন জ্বলছে না। এছাড়াও সাময়িকভাবে বন্ধ হয়েছে সারসহ বিভিন্ন শিল্পকারখানা। এই সংকট থেকে উন্নতি খুব দ্রুত হচ্ছে না গণমাধ্যমের একাধিক প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে।

নির্ভরযোগ্য তথ্যসূত্রগুলো বলছে, দেশে গ্যাসের সরবরাহ সর্বনিম্ন। শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রায় তিন হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে চলতি মাসে গড়ে সারা দেশে দুই হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে’।

গত অক্টোবর থেকে শীত শুরু হওয়ায় সারা দেশে বিদ্যুতের চাহিদা কমেছে। পাশাপাশি বিদ্যুৎখাতে কমেছে গ্যাসের চাহিদাও। তবে অন্য খাতে খবর হচ্ছে সেই গ্যাস। এলএনজিরও সরবরাহ কমেছে। সাময়িক গ্যাস সংকটে বন্ধ রয়েছে জামালপুরের যমুনা সার কারখানা।

পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, এই গ্যাস সংকটের কারণে দেশীয় উৎপাদন কমছে। গ্যাসের এই সংকট থেকে অতিদ্রু উত্তরণের পথও দেখতে পাচ্ছেন না তারা। আগামী ফেব্রুয়ারি মাসে গ্যাস সরবরাহ বাড়লেও সে সময় চাহিদা বাড়বে। কিন্তু, নতুন করে বাড়তি গ্যাস লাইনে যুক্ত হওয়ার সম্ভাবনা নেই। যে কারণে বাসাবাড়ি কিংবা সার কারখানায়ও এই সংকট থাকবে।’

গণমাধ্যমের প্রতিবেদনে নারায়ণগঞ্জের রপ্তানিমুখী পোশাকশিল্পের কারখানা টোটাল ফ্যাশনের কথা উল্লেখ করা হয়েছে। গ্যাস সংকটে তাদের উৎপাদন কমেছে তিন ভাগের এক ভাগে। কারখানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ওই গণমাধ্যমকে বলেন, তারা শুধুমাত্র শুক্রবারে গ্যাসের চাপ পান। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তা কোনো কাজে লাগে না। সপ্তাহের অন্যান্য দিনে তাদের বয়লার চালু রাখার মতো পর্যাপ্ত গ্যাস পাওয়া যায় না।

স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম বলছে, গ্যাস সংকটে তাদের জ্বালানি চাহিদার ৫০ শতাংশ পর্যন্ত ডিজেল ব্যবহার করতে হয়, যাতে উৎপাদন খরচ অনেক বেড়ে যায়। প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত গণমাধ্যমকে বলেন, তাদের প্রতি টন রড উৎপাদন করতে খরচ বেড়েছে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত। আমরা এখন পর্যন্ত রডের দাম বাড়াইনি। তবে যেভাবে উৎপাদন খরচ বাড়ছে, তাতে ভবিষ্যতে হয়তো দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হতে পারে।

অন্যদিকে, নিত্যদিনের রান্নার জন্য দরকারি গ্যাসের সংকট রাজধানীজুড়ে। রাজধানীর রামপুরা, বনশ্রী, আজিমপুর, কামরাঙ্গীচর, ডেমরা, পূর্ব দোগাইর, হাজীনগর, কোলাটিয়া, পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, শ্যামলী, পল্লবী, বনশ্রী, গেন্ডারিয়া, নবাবগঞ্জ, নারিন্দা, মোহাম্মদপুর ও ভাসানটেকসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের একই অবস্থা।

আক্ষেপ করে পুরান ঢাকার হোসনে দালান এলাকার জাহাঙ্গীর হোসেন বাবু ওই গণমাধ্যমকে জানান, আমরা প্রতি মাসে বিল দিচ্ছি, কিন্তু আমরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছি না। যদিও আমাদের এলাকায় বেশিরভাগ জায়গায় গ্যাসের সংযোগ আছে, তবে বাসিন্দারা এলপিজি ব্যবহার করছে। কিন্তু এলপিজির ব্যয় বহন করা কষ্ট সাধ্য।’

তবে, গ্যাস সংকট নিরসনের বিষয়ে পেট্রোবাংলা সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এলএনজি আমদানি করে দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে তা আবার গ্যাসে রূপান্তর করে পাইপলাইনে সরবরাহ করা হয়। এর মধ্যে একটি টার্মিনাল গত ১ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ আছে। পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস’) মো. কামরুজ্জামান খান বলেন, ‘শিগগিরই এটি চালু হবে। এটি চালু হলে গ্যাসের সরবরাহ কিছুটা বাড়বে।’

গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদন কমা কথা জানিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান নেন্দ্র নাথ সরকার গণমাধ্যমকে বলেন, ‘তবে আমরা উৎপাদন বাড়ানোর জন্য কাজ করছি। আমাদের ২০২৬ সালের মধ্যে প্রায় ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আমরা ইতোমধ্যে প্রায় ৭০ মিলিয়ন ঘনফুট উৎপাদন করছ ‘। তাৎক্ষণিক গ্যাস সংকট মোকাবিলায় এলএনজি আমদানি বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন জনেন্দ্র নাথ সরকার।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গার সাহেবগঞ্জে নিষিদ্ধ বাংলাড্রেজার জব্দ

মো.জাকির হোসাইন,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গার সাহেবগঞ্জের জি আর কলেজ এর পাশে ফুলজোর নদী থেকে অবৈধ ভাবে নিষিদ্ধ বাংলাড্রেজার ব্যবহার করে বালু উত্তলনের সময় বাংলাড্রেজার জব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাক্ষাৎ

ঠিকানা টিভি ডট প্রেস: জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি’) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কনফারেন্স ভেন্যু

সিরাজগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ মোঃ ফরিদ হোসেন (২৬) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। এসময় তার

সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (১২ মে) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান

যেসব দেশে আজ পালিত হচ্ছে ঈদ

ঠিকানা টিভি ডট প্রেস: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বুধবার (১০ এপ্রিল) উদযাপন করা হচ্ছে মুসলিমদের

‘আপনি সেবক, দেশের মালিক না

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ধানের শীষ আর পেটের বিষ ওটার আর খুব বেশি দরকার নেই। জামায়াত-ধানের শীষ বাদে বাকিদের সঙ্গে রাজনৈতিক আচরণ করুন। আপনার অনেক আচরণ রাজনৈতিক আচরণ হচ্ছে না। গত পাঁচ বছরে একটি রাজনৈতিক দলের সঙ্গেও বসেননি, কথা বলেননি। দেশ চালাবেন আর দেশে রাজনীতি হবে না, তাহলে দেশ চালাতে পারবেন না। আপনি দেশের মালিক না, দেশের সেবক। সেটা মনে রাখবেন।   সোমবার (৯ অক্টোবর) ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ভোটে কে এলো কে এলো না, ভোটে আমেরিকা-জার্মান-কানাডা-ইংল্যান্ড কী করল এগুলো বড় কথা নয়। দেশের শতকরা ৭০-৭৫ ভাগ ভোটার যদি ভোটকেন্দ্রে যায়, তারা যদি ভোট দিতে পারে তাহলে আমেরিকা যদি তার দেশ নিয়েও আমাদের ওপরে আসে তাহলে কিছু করতে পারবে না।   বঙ্গবীর বলেন, এজন্য বোন (শেখ হাসিনা) আপনাকে আমি অনুরোধ করি আপনি ভোট সুষ্ঠু করার চেষ্টা করবেন। মানুষ যেন ভোট দিতে যেতে পারে এ ব্যাপারে হেল্প করবেন। ভোটারদের ফেরাবেন না।   বঙ্গবীর আরও বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার আমলে দুষ্কৃতকারী ছিলাম। আজকে আমার বোন শেখ হাসিনার আমলেও সরকারি খাতায় দুষ্কৃতকারী। আমি জানতে চাই এই দুষ্কৃতকারী কবে দূর হবে। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি অন্যায় করেছি না ন্যায় করেছি এই কথা শেখ হাসিনাকে বলতে হবে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করা যদি অন্যায় হয় সেটা বলেন, আমাদেরকে ফাঁসি দেন। সবার আগে আমাকে ফাঁসি দেন, তারপর আমার ভাই লতিফ সিদ্দিকীকে দেন।   ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, মঞ্জুরুল ইসলাম বিমল, জোবাইদুল ইসলাম বাবু, রিগ্যাম মামুন, আবু সুফিয়ান প্রমুখ।