গোয়েন্দা নজরদারিতে বাজারের সিন্ডিকেটের হোতারা’

নিজস্ব প্রতিবেদক: টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব গ্রহণ করে আওয়ামী লীগ সরকার তার প্রধান অগ্রাধিকার হিসাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে চিহ্নিত করেছে। দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে সুস্পষ্ট অনুশাসন দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সমন্বিতভাবে কাজ করার চেষ্টা করছে। এ ব্যাপারে সরকার ত্রিমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রথমত, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য; বিশেষ করে রমজানের যে সমস্ত দ্রব্যের চাহিদা বাড়ে, সেই সমস্ত দ্রব্যগুলির উপর শুল্ক কমানোর নির্দেশনা দিয়েছে। ইতোমধ্যে এনবিআরকে এ ব্যাপারে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শুল্ক হার কমানো হলে এই সমস্ত দ্রব্যের দাম কমবে বলে সরকার আশা প্রকাশ করছে।

দ্বিতীয়ত, জনসচেতনতা তৈরি করার চেষ্টা করছে সরকার। যারা বাজারে বিক্রেতা, পাইকারি থেকে শুরু করে আড়তদার সবার সঙ্গেই কথা বলছে এবং সবাইকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য এক ধরনের দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। পাশাপাশি সরকার আইনের কঠোর প্রয়োগ করেছে। বিশেষ করে যারা পণ্যের বাজারে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, তাদের ব্যাপারে কঠোর আইনগত অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।’

ইতোমধ্যে চালের বাজারে যে সমস্ত আড়তদার এবং মিল মালিকরা সিন্ডিকেট করে কৃত্রিমভাবে দাম বাড়িয়েছে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। খাদ্যমন্ত্রী ইতোমধ্যেই ঘোষণা করেছেন যে, এদেরকে আইনের আওতায় আনা হবে।

অন্যদিকে, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে যারা অযাচিতভাবে জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন এবং সিন্ডিকেট করে মুনাফা তৈরি করছেন তাদের চক্রকে চিহ্নিত করা হয়েছে। একাধিক সরকারি দায়িত্বশীল সূত্র বলছে, এই সিন্ডিকেটের হোতারা এখন গোয়েন্দা নজরদারিতে। এদের মধ্যে চট্টগ্রামের খাতুনগঞ্জের কয়েকজন চিহ্নিত ব্যবসায়ী রয়েছে। এছাড়াও ঢাকার কয়েকজন ব্যবসায়ীর রয়েছে।

বাংলাদেশের করপোরেট খাতে পরিচিত অন্তত দুই জন ব্যবসায়ী এই সিন্ডিকেটের অন্যতম হোতা বলেও বিভিন্ন সূত্র জানিয়েছে। এদের প্রত্যেককে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো এরা কী পরিমাণ মজুদ করেছে এবং বাজারকে কীভাবে নিয়ন্ত্রণ করছে, সে সম্পর্কে আরও গভীরভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করছে। খুব শীঘ্রই এই সমস্ত সিন্ডিকেটের তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে ধারণা করা হচ্ছে।’

একাধিক সূত্র বলছে, এরা ইতোমধ্যে গোয়েন্দা জালে আটকে পড়ে গেছেন। তবে সরকার মনে করে যে, আইন প্রয়োগ দ্রদ্ধমূল নিয়ন্ত্রণের একমাত্র সমাধান নয় বরং জনগণকে সচেতন করা, যারা বিক্রেতা আছেন তাদের মধ্যে এক ধরনের দেশপ্রেম এবং দায়িত্ববোধ তৈরি করা এবং বাজারে সরবরাহ ব্যবস্থাকে সহনীয় করার মধ্য দিয়েই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে সরকারের দায়িত্বশীল মহল স্বীকার করছেন, পণ্যের বাজারে একধরণের অস্থিতিশীলতা চলছে। দ্রব্যমূল্য পরিস্থিতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং আসন্ন রমজানে কারসাজি করে যেন পণ্যের দাম না বাড়ানো হয় সরকার আগে থেকেই সচেতন। কারণ, এমনিতেই সবকিছুর বাড়তি দাম। এর মধ্যে যদি রমজানে আরও বাড়ানো হয়, তাহলে তা নিয়ে এক ধরণের জনঅসন্তোষ তৈরি হতে পারে। সরকার এই ধরণের পরিস্থিতি মোকাবিলা জন্য এখন থেকেই প্রস্তুত। এটি মোকাবিলার জন্য প্রয়োজনে সরকার কঠোর অবস্থানে যেতে পারে বলেও সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, যে সমস্ত সিন্ডিকেটের হোতারা গোয়েন্দা নজরদারিতে আছেন তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেয়’?

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তাঁর স্ত্রী রুখমিলা জামান চৌধুরী, তাঁদের পুত্র-কন্যা ও তাঁদের নামে থাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। এসব

নোয়াখালীতর সুবর্ণচরে ঘরে ঢুকে মা-মেয়েকে ধর্ষন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে মা-মেয়েকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার ভুক্তভোগী গৃহবধূ স্থানীয় চরজব্বর থানায় অভিযোগ করেন। এর

এবার থানায় হাজির রাসেলস ভাইপার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এবার থানায় দেখা মিললো রাসেলস ভাইপারের। সোমবার দিবাগত রাতে রাজশাহীর চারঘাট থানার বাথরুমে এই সাপের দেখা মেলে। পরে সেটিকে মেরে ফেলেন পুলিশ

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার বঙ্গভবনে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতকালে সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত

জিয়াকে নিয়ে মন্তব্য: বিচারপতিকে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক: ২০১৬ সালের ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার জেরে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে আদালত

সংরক্ষিত আসনের সব প্রার্থীর মনোনয়ন বৈধ’

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে জমা দেওয়া সব কয়টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মুনিরুজ্জামান তালুকদার। সোমবার (১৯ ফেব্রুয়ারি’) সকালে