মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজে গোল্ডেন লাইন পরিবহনের বাসচাপায় মো. আকবর মল্লিক (৬০) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারী) সোয়া ১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আকবর মল্লিক রাজবাড়ী সদর থানার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের মৃত মোনছের মল্লিক এর ছেলে। তিনি গোয়ালন্দে বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গোয়ালন্দ বাজারে কাপড়ের দোকান বন্ধ করে বাজারে জুম্মার নামাজ পড়ে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ঢাকা-খুলনা মহাড়কের জমিদার ব্রিজে পৌছালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহন (কুষ্টিয়া-ব ১১-০০৪৮) বাসটি বাইসাইকেলটিকে সজোড়ে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে আশপাশের স্থানীরা দ্রুত এসে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
জরুরি বিভাগে থাকা চিকিৎসক মো. রোকনউজ্জামান জানান, মরদেহটি হাসাপাতালে পৌছানোর আগেই পথিমধ্যে মারা যায়। আমরা লোকটিকে মৃত অবস্থায় পেয়েছি।
আহলাহীপুর হাইওয়ে থানার এসআই এম আল মামুদ জানান, আমি ঘাতক বাসটিকে মোটরসাইকেল দিয়ে ধাওয়া করে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করেছি এসময় চালক ও সহযোগীরা বাসটি ফেলে দ্রুত পালিয়ে যায়। নিহত ঐ ব্যক্তি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। জমিদার ব্রিজে পৌছালে গোল্ডেন লাইন বাসটি তাকে চাপা দেয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন।