আপনার জানার ও বিনোদনের ঠিকানা

কোল্ড ড্রিংকস পান নিয়ে ইসলাম কী বলে?

প্রতিদিন জীবনধারণের জন্য নিয়মিত খাবারের বাইরেও হরেক রকমের খাবার গ্রহণ করে থাকি আমরা। এর সঙ্গে সৌখিন ও আয়েশি খাবারও থাকে অনেক। সৌখিন পানীয় হিসেবে বাজারে প্রচলিত রয়েছে বেশ কিছু কোমল পানীয় বা কোল্ড ড্রিংকস। এর মাঝে অন্যতম হলো- পেপসি, সেভেন আপ, স্প্রাইট, স্পীড, টাইগার, মজো, ক্লেমন। 

এই কোল্ড ড্রিংকসগুলো হালাল খাবার হিসেবে কতটা গ্রহণযোগ্য বা এর ইসলামী দৃষ্টিকোণ নিয়ে অনেকের মাঝে সন্দেহ দেখা যায়।  এ বিষয়ে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদেরা বলেন, বাজারে সহজলভ্য পেপসি, সেভেন আপ, স্প্রাইট, স্পীড, টাইগার, মজোসহ অন্যান্য কোল্ড ড্রিংকস সম্পর্কে শরয়ী হুকুম বলতে হলে কয়েকটি বিষয় সম্পর্কে আগে জেনে নিতে হবে। তাহলো

যদি হারাম বস্তু মিশ্রণ করা হয়ে থাকে, তাহলে তার প্রসেসিংটা কী? এবং হারাম বস্তু মিশ্রণের পর এই খাবারে তার পূর্বের অবস্থা (হারামের প্রভাব) বহাল থাকে নাকি তা পরিবর্তন হয়ে যায়?

উপরের এই বিষয়গুলো জানা সাপেক্ষে এর উত্তর দেওয়া সহজ এবং সম্ভব। তবে ইলমে ফিকাহর একটি মূলনীতি অনুযায়ী আলেমরা বলেন-

হারাম কোন বস্তু যেমন শুকর ইত্যাদিকে যদি এমনভাবে রিফাইন করা হয় যে, এসবের কোন মৌলিকত্ব অবশিষ্ট না থাকে, তাহলে এই বস্তু বা পানীয় ব্যবহার করা জায়েজ আছে। আর যদি হারাম বস্তু মিশ্রণের পর তার মৌলিকত্ব অবশিষ্ট থাকে, তাহলে সেই বস্তু যার সঙ্গে মিশ্রিত করা হবে, তা ব্যবহার করা জায়েজ হবে না। -(নিহায়াতুল মুহতাজ লির রামালি-৮/১২)

ফাতওয়ায়ে হিন্দিয়া, মাজমাউল আনহুর ও ফাতওয়ায়ে মাহমুদিয়াতে বলা হয়েছে,

والأعيان التي تتخذ منها الأشربة وأسماؤها وماهياتها وأحكامه

অর্থাৎ, মদকে যখন লবণ বা অন্য কিছুর মাধ্যমে সিরকা বানিয়ে ফেলা হয়, তখন তা হালাল হয়ে যায়। (ফাতওয়ায়ে হিন্দিয়া-৫/৪১০, মাজমাউল আনহুর-৪/২৫১, ফাতওয়ায়ে মাহমুদিয়া-২৭/২১৮)

এ মূলনীতির উপর ভিত্তি করে বর্তমান বাজারে বিক্রি করা কোল্ড ড্রিংসেরগুলোর ওপর বিধান দেওয়া হবে। অর্থাৎ যদি এই কোল্ড ড্রিংকসগুলোতে কোন হারাম বস্তু মিশ্রিত হয়, আর মিশ্রিত করার আগে তাকে এমনভাবে প্রসেসিং করে যে, হারাম বস্তুটির মৌলিকত্ব অবশিষ্ট থাকে না, তাহলে তা ব্যবহার করা জায়েজ হবে, আর যদি মৌলিকত্ব অবশিষ্ট থাকে তাহলে তা ব্যবহার করা জায়েজ হবে না।

লেমরা বলেন, তবে আমরা যতটুকু জেনেছি, বর্তমান বাজারে প্রচলিত কোল্ড ড্রিংকসে নাপাক দ্রব্য ব্যবহার করা হয় না, সোডাজাতীয় দ্রব্য ব্যবহার করা হয়, আর যদিও কোন নাপাক দ্রব্য ব্যবহার হয়ে থাকে, তাহলেও তা এমনভাবে রিফাইন হয়ে যায় এসবের কোন নামগন্ধও আর অবশিষ্ট থাকে না, তাই এসব পণ্য ব্যবহারে শরয়ী কোন বাঁধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

৫ ছেলের ঘরে ঠাঁই হয়নি বৃদ্ধ বাবা-মায়ের, পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন, চলছে মামলার প্রস্তুতি

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম চরাঞ্চল উমারপুর ইউনিয়ননের হাপানিয়া গ্রামের বাসিন্দা হামিদ মোল্লা (৮৬) ও তার স্ত্রী ফজিলা খাতুন (৭৭) দম্পতি। সংসারে

সিরাজগঞ্জে  ডেঙ্গু প্রতিরোধে আইএমটি টিটিসি ও ডিইএমও’র  ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও ক্যাম্পেইন অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আইএমটি, টিটিসি ও ডিইএমও’র  ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ আগষ্ট) সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জের ইনস্টিটিউট অব

জীবিকার তাগিদে ভাতা বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, এখন পত্রিকা বিক্রেতা

নিজস্ব প্রতিবেদক: জীবন জীবিকার তাকিদে তিনি পত্রিকা ফেরি করে বিক্রি করে পয়সা উপার্জন করেন তা দিয়ে জীবিকা নির্বাহ করেন। বগুড়া জেলার আদমদিঘী উপজেলা খারিয়াকান্দি গ্রামের

মসজিদে সামাজিক দূরত্ব বিধি বাতিল করল কুয়েত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েতের সরকার মসজিদ থেকে সামাজিক দূরত্ব বিধি তুলে নিয়েছে। ফলে, দেশটির মুসল্লিরা আবার আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারবেন।

নলকায়  এক  লম্পট স্কুল শিক্ষক বেল্লাল অন্যর বউ কে নিয়ে উধাও  

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের  বোয়ালিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বেল্লাল হোসেন এক গৃহবধূর সাথে নষ্টি ফষ্টির পর তাকে নিয়ে উধাও

উত্তর কোরিয়ায় ১১ দিনের জন্য হাসি নিষিদ্ধ!

উত্তর কোরিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট কিম জং ইলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগে থেকে জিন্স প্যান্ট পরা, স্টাইল করে চুল কাটা কিংবা কান ফোটানো নিষিদ্ধ করেছিল। এবার