নিজস্ব প্রতিবেদক: অনেকেই মনে করে যে, সরকারের পৃষ্টপোষকতায় কিংস পার্টিগুলো গঠিত হয়েছিল। তৃণমূল বিএনপি এবং বিএনএম গঠনের পিছনে সরকারের মদদ এবং সমর্থন ছিল বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। কিন্তু সেই মদদ এবং সমর্থন শেষ পর্যন্ত টেকেনি। কিংস পার্টি গঠনের ব্যাপারে শুরুতে সরকারের লোকজন যেভাবে আগ্রহী ছিল, পরবর্তীতে তাদের মধ্যে সে আগ্রহ থাকেনি। বিএনএম এবং তৃণমূল বিএনপির অনেক নেতাই ব্যক্তিগত আলাপ চারিতায় বলেছে, সরকার গাছে তুলে মই সরিয়ে নিয়েছে।
বিভিন্ন সূত্রগুলো বলে, নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য সরকার কিংস পার্টি গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করেছিল। বিএনএম, তৃণমূল বিএনপির মতো দলগুলোকে সংগঠিত করা হয়েছিল সরকারের পৃষ্ঠপোষকতায় এবং এ দলগুলোতে মেজর হাফিজ, কর্নেল অলি আহমেদ সহ বিএনপির একাধিক বর্তমান এবং প্রাক্তন নেতাকে এনে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পথ খোঁজা হচ্ছিল। কিন্তু বিভিন্ন সূত্রগুলো বলছে, সরকার নিজেই পরে এই কিংস পার্টির পরিকল্পনা থেকে সরে আসে। সরে আসার পিছনে একাধিক কারণ ছিল।
প্রথমত, সরকার দেখে যে, দলচ্যুত বা দলত্যাগী এসকল নেতারা জনগণের কাছে ধিকৃত হিসেবে চিহ্নিত হন, ভোটের মাঠে এদের তেমন কোন গুরুত্ব থাকে না এবং এরা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারবে এমনটি মাঠের জরিপে প্রমাণিত হয়নি। ফলে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে সরকার আরেকটি সাজানো, পাতানো নির্বাচনের কলঙ্ক মাথায় নিতে চায়নি। বরং সরকারের কাছে সহজ উপায় ছিল যে, আওয়ামী লীগের প্রচুর বিদ্রোহী প্রার্থীরা রয়েছে তারা জয়ী হওয়ার জন্য জীবন-প্রাণ উৎসর্গ করে দিবেন। কাজেই তাদেরকে যদি নির্বাচনের মাঠে নামানো যায় সেটিই হবে আওয়ামী লীগের জন্য ইতিবাচক। আর আওয়ামী লীগ দ্বিতীয় পদ্ধতিতেই যায়।
দ্বিতীয়ত, কিংস পার্টি গঠনের জন্য যেসকল নেতারা আগ্রহী ছিলেন যারা সরকারের সাথে যোগাযোগ করেছিলেন, তাদের চাহিদার ফর্দ ছিল বিশাল। একেক জন শত কোটি টাকা, নির্বাচনে জয়ী হওয়ার গ্যারান্টি, নানা রকম ব্যবসা, ঋণ খেলাপি মওকুফ সহ নানা সুযোগ সুবিধার দীর্ঘ তালিকা নিয়ে সরকারের কাছে উপস্থিত হয়েছিলেন। সরকার তাদের এই চাহিদার ফর্দকে অগ্রহণযোগ্য হিসেবেই বিবেচনা করে তাদের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। উদহারণ হিসেবে বলা যায় যে, তৃণমূল বিএনপি গঠন করা হয়েছিল দু’জন সাবেক বিএনপি নেতার তত্বাবধানে। এখানে এদের একজন ছিলেন শমসের মবিন চৌধুরী, অন্যজন ছিলেন তৈমুর আলম খন্দকার। এরা সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করে এবং বিপুল পরিমাণ অর্থ দাবি করে।
একটি সূত্র বলছে, তৃণমূল বিএনপি নির্বাচন করার জন্য পাঁচশ কোটি টাকার তহবিল চেয়েছিল। যেটি সরকারের কোন মহল থেকে শেষ পর্যন্ত দেওয়া হয়নি। কারণ এই বিপুল অর্থ দিয়ে তারা নির্বাচন করবেন এটি বিশ্বাসযোগ্য ছিল না। বরং এই টাকা তারা তাদের আখের গোছানোর জন্য খরচ করবেন, এমনটি মনে করা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ ছিল সরকারি মহলে।’
এরপর আসে বিএনএম। বিএনএম এর চেয়ারপার্সন হওয়ার জন্য মেজর (অবঃ) হাফিজ মুখিয়ে ছিলেন। এজন্য তিনি সরকারের কাছে একশ কোটি টাকার তহবিল চেয়েছিলেন বলে একাধিক সূত্র জানিয়েছে। কিন্তু এই বিপুল টাকা দিয়ে মেজর হাফিজের মত একজন পরিত্যাক্ত নেতাকে নির্বাচনের মঠে দেওয়াকে অপ্রয়োজনীয় মনে করে সরকারের বিভিন্ন মহল। আর একারণেই শেষ পর্যন্ত মেজর হাফিজের পরিকল্পনা থেকে সরকারি মহল সরে আসে। এদের টাকার চাহিদা এতো বিপুল এবং অন্যান্য চাহিদা এতো বেশি ছিল যে, তাদের এ চাহিদা মেটানো সরকারের পক্ষে সহজ ছিলো না। আর একারণেই সরকার এসমস্ত চাহিদার থেকে বরং যেসমস্ত স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করতে আগ্রহী তাদেরকে নির্বাচনে দাঁড় করানোটাকে সহজ হিসেবে মনে করেছিল। একারণে কিংস পার্টির থেকে সরকার সরে এসেছিল।’