আপনার জানার ও বিনোদনের ঠিকানা

কুমিল্লায় গৃহকর্মী হত্যায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

কুমিল্লার দাউদকান্দিতে শিশু মরিয়ম আক্তার (৭) হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর পূর্বপাড়ার মৃত শাহ আলমের ছেলে মো. এনামুল এলাহী শুভ ও তার স্ত্রী মোছা. নাদরাতুল নাঈম আহমেদ।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট রফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২৭ অক্টোবর দিনগত রাতে গৃহকর্মী শিশু মরিয়মকে শারীরিক নির্যাতনের পর হত্যা করেন এনামুল এলাহী শুভ ও তার স্ত্রী। মরদেহ চাদরে পেঁচিয়ে পরদিন দুজনে মিলে প্রাইভেটকারে গ্রামের বাড়ি নিয়ে যান। মরিয়মের পরিবারের লোকজন মরদেহের বিভিন্ন স্থানে অসংখ্য ছিদ্র, চামড়া ছেলা ও কালচে জখম দেখে হোসেনপুর থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে স্বামী-স্ত্রীকে আটক করে।

এ ঘটনায় ২০২০ সালের ২৯ অক্টোবর নিহত মরিয়মের বাবা বাদী হয়ে মোছা. নাদরাতুল নাঈম আহমেদ ও মো. এনামুল এলাহী শুভকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা ঘটনার তদন্তপূর্বক আসামি নাদরাতুল নাঈম আহমেদ ও মো. এনামুল এলাহী শুভর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। পরে সাত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস আয়োজনের প্রস্তুতি

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সপ্তম বর্ষ অতিক্রম করে অষ্টম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে ২৬ জুলাই ২০২৩

চুল পাকে যেসকম বয়সে ব কারণে

অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। চিকিৎসকরা বলেন শরীরে মেলানিনের অভাব ঘটলে চুল রঙ হারাতে শুরু করে। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে অল্প

প্রিয়াঙ্কা যেখানে সাধারণ মানুষের মতোই

বড় বড় তারকাদের সাথে সাধারণ মানুষের জীবনে আকাশ-পাতাল পার্থক্য থাকে। তবে কেউ যত বড়ই হন না কেন সাধারণের কাতারে নেমে যেতে পারেন অবলীলায়। তেমন একজন

ঝালকাঠির সেই বাসের চালক গ্রেপ্তার

ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ১৭ জন মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার আশুলিয়া

গৃহবধু আত্নহত্যার ঘটনায় চার প্ররোচনাকারীর নামে আদালতে মামলা

বেনাপোল পোর্টথানাধীন নারায়নপুর গ্রামের আবুল হোসেনের কন্যা মামলার বাদী অসহায় আসিরন খাতুন জানান, আমার মেয়ে খাদিজার মৃত্যু নিয়ে প্রথম থেকেই রহস্য থাকলেও আমার অসহায়ত্ব ও