আপনার জানার ও বিনোদনের ঠিকানা

কুকুরের সাহসিকতায় বাঁচলো ২০ গরু! কিন্তু মারাত্মক জখম বুলেট

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র ৪ দিন পরেই আসছে ঈদুল আজহা। ইতিমধ্যে শুরু হয়ে গেছে কোরবানির পশু কেনা। তবে সেই সাথে বেড়েছে পশু চুরির ঘটনাও। কোরবানির ঈদের আগ মুহূর্তেই বিভিন্ন খামার থেকে গরু চুরির ঘটনা ঘটছে’।

গত ৬ জুন রাতে গাজীপুর সদরের জামতলা এলাকায় গরু চোরের একটি দল প্রবেশ করে। এর আগের দিনই জামতলার পার্শ্ববর্তী গ্রাম থেকে চুরি হয় ১২ গরু। জামতলা এলাকার খামারটিতে যখন চোরেরা প্রবেশ করে তখন ওই এলাকা পাহারাতে ছিল বুলেট নামে এক প্রহরী কুকুর।’

মো. সাজ্জাদ হোসেন নামে এক মুদি দোকানির পোষা কুকুর হলো বুলেট। তার পাশের বাড়ির খামারে আছে ২০টি গরু। মাঝেমধ্যেই বুলেটকে ওই খামারির মালিক খাবার দিতেন। এদিকে গরু চোরেরা হঠাৎ ওই গোয়ালে ঢুকলে টের পেয়ে যায় বুলেট। তখন খাবারের ঋণ পরিশোধ করতে এগিয়ে আসে বুলেট! চেঁচামেচি শুরু করে দেন পোষা এই কুকুরটি। বুলেটের চেঁচামেচি ও আক্রমণাত্মক আচরণের কারণে চোরেরা পালিয়ে যায়। সব চোর পালালেও রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে বুলেট।

গরু নিতে না পেরে চোরের দল এলোপাতাড়ি কুপিয়েছে বুলেটকে, বুলেটের পুরো শরীরে জখম হয়েছে মারাত্মকভাবে, দুই ভাগ হয়ে যায় ওর নাক।’

এ অবস্থায় রবিবার (৯ জুন’) দুপুরে বুলেটের মালিক নিয়ে যায় গাজীপুর সদরের পেট অ্যানিমেল ক্লিনিক পেট পয়েন্ট গাজীপুরে। প্রায় ৩ ঘণ্টা ডাক্তারদের অক্লান্ত চেষ্টায় বুলেটের শরীরের ৭টি স্থানে মোট ৩৭টা সেলাই লাগে এবং জোড়া লাগানো হয় দুই ভাগ হয়ে যাওয়া নাক। সার্জারি শেষে চিকিৎসা দিয়ে বুলেটকে বাড়ি ফেরানো হয়। পরদিন পেট পয়েন্ট গাজীপুরের ডা. মো. মোহাইমিনুল হক পদ্ম ও ডা. মো. তাছমীর রাইয়ান লাবিব তাদের টিমের সদস্য রাকিবুল রায়হান, মো. আসাদুজ্জামান সজল, ইমন রহমান ও তানভীর মাহতাব তারিফসহ যান বুলেটের অবস্থা পর্যবেক্ষণে।

তারা জানিয়েছেন, বুলেট এখন কিছুটা দুর্বল হলেও অনেকটা সুস্থ। বিপদ কেটে গেলেও সম্পূর্ণ সুস্থ হতে আরও কদিন সময় লাগবে। বুলেটের এই সাহসিকতায় ওই রাতে জামতলা গ্রামের প্রায় প্রায় ৩০ লাখ টাকার সম্পদ বেঁচে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। বুলেট এখন সকলের কাছে হিরো, সবাই বুলেটের শুশ্রূষা কামনা করছেন।

এ ঘটনায় পেট পয়েন্ট গাজীপুরের সিনিয়র কনসালটেন্ট ও সার্জন ডা. মো. মোহাইমিনুল হক পদ্ম বলেন, বুলেটের শরীরের মোট ৭টি স্পটে আমরা খুব গভীর জখম পেয়েছি। খুবই ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। এক কোপ খেয়েই পালায়নি বোঝা যায়, বারবার প্রতিহত করেছে। মেজর সার্জারির প্রয়োজন হয়েছে। সার্জারির চব্বিশ ঘণ্টা পর অবজারভেশন বলছে বুলেট অনেকটা স্বাভাবিকভাবেই হাটাহাটি করছে, খাবারের অ্যামাউন্ট কম হলেও মুখে যাচ্ছে, স্যালাইন ইঞ্জেক্ট করার প্রয়োজন হচ্ছে না। সম্পূর্ণ বিপদমুক্ত না হলেও অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। আমরা আশা রাখি বুলেট সকল ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরবে।

কনসালটেন্ট ও সার্জন ডা. মো. তাছমীর রাইয়ান লাবিব জানান, বুলেট খুবই শক্ত মানসিকতার কুকুর। প্রভু ভক্তির এক চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে । আমরা রেগুলার চেকআপের মাধ্যমে বুলেটের অবস্থা পর্যবেক্ষণ করছি। এখন বুলেট আগের চেয়ে অনেকটাই ভালো। সব ঠিকঠাক থাকলে আশা করি খুব দ্রুতই বুলেট তার পূর্বাবস্থায় ফিরে যাবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে (১০) বলাৎকারের অভিযোগে শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের শানখোলা মাদ্রাসা ও এতিমখানা থেকে ওই শিক্ষককে

বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: শেখ হাসিনা

ঠিকানা টিভি ডট প্রেস: আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও ভারত বিভিন্ন সমস্যা সমাধান করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই প্রতিবেশী দেশের সম্পর্ক অন্যদের জন্য

নতুন বই, পুরনো স্টাইলে বার্ষিক পরীক্ষা!

ঠিকানা টিভি ডট প্রেস: অভিজ্ঞতা নির্ভর মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাক্রমের বই থেকে পুরানো স্টাইলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজনের

ধর্মীয় কটূক্তি করায় গণপিটুনিতে আহত ছাত্র সেনাবাহিনীর হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের ছাত্র উৎসব মন্ডল (১৮) ফেসবুকে ধর্মীয় কটূক্তি করায় গণপিটুনিতে অচেতন হওয়া যুবক এখন আর্মি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, নিহত ১০ 

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন ও চাওড়া ইউনিয়নের সঙ্গে একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বরযাত্রীবাহী দুটি গাড়ি খালে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার

রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর