কাশিমপুর কারাগার থেকে পরিবারের উদ্দেশ্যে দুটি চিঠি লিখেছেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বিভিন্ন মামলায় কাশিমপুর কারাগারে আছেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমন। সেখান থেকে পরিবারের উদ্দেশ্যে দুটি চিঠি লিখেছেন এই আলোচিত নেতা। জানা গেছে, একটি তার মায়ের উদ্দেশে ও অন্যটি ভাই বোন এবং ভগ্নিপতিদের উদ্দেশে।’

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ব্যারিস্টার সুমনের ইংল্যান্ড প্রবাসী ভাই চিঠি দুটি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। ইংল্যান্ড প্রবাসী সোহাগ জানান, তার মা ও বোনেরা দেশে এবং প্রবাসে আছেন। কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন।

সোহাগ বলেন, ‘ব্যারিস্টার সুমন তার জীবনের সব অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছে। কোনো অনিয়ম ও দুর্নীতি করেনি। আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শিগগিরই জনতার মাঝে ফিরে আসবে।’

মায়ের কাছে প্রেরিত চিঠিতে ব্যারিস্টার সুমন লিখেছেন, ‘আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগত, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ, কোরআন শরিফ পড়ি। বাংলা তরজমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি। অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়, এর চেয়ে আর বেশি কী এক মায়ের কাছ থেকে নিতে পারি। আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই। ভালো থাকবেন।

এছাড়া ভাই-বোন ও ভগ্নিপতিদের উদ্দেশে সৈয়দ সায়েদুল হক সুমন লিখেছেন, ‘আমার জন্য কোনো চিন্তা করো না। রাজবন্দি হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হউক এটা কখনো চাইনি, আশা করি আল্লাহর রহমতে হবেও না।’

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ‘অনেকে বলে আপনার কি সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কীভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে, একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন? আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শিগগিরই।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফুলপুরের সপ্তম শ্রেণীর ছাত্রী’র আ’গু’নে জ্ব’লসে মৃ’ত্যু

মোঃ আবু রায়হান,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহে ফুলপুরের বালিয়া গ্রামের প্লাবন মিত্র (মানিক) এর দ্বিতীয় মেয়ে টিটলি (১৩)পূজা দিতে গিয়ে প্রদীপের আ’গুনে দেহ জ্বলসে মৃ’ত্যুবরণ করেছে।

স্টার কাবাবে পঁচা খাবার, প্রতিবাদ করায় সাংবাদিককে রক্তাক্ত

নিজস্ব প্রতিবেদক: স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পঁচা ও গন্ধ টিক্কা দেওয়াতে প্রতিবাদ করায় সাংবাদিককে ব্যাপক মারধর করেছে হোটেলটির কর্মকর্তা-কর্মচারীরা। আজ রবিবার (৬ অক্টোবর) দুপুরে

‘উপজেলা নির্বাচন নিয়ে উভয় সঙ্কটে আওয়ামী লীগ’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন প্রথম ধাপে ১৫২টি উপজেলার তফসিল ঘোষণা করেছে। উপজেলা নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ

সারাদেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৭ নভেম্বর)। সন্ধ্যায় তিনি এ বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়,

২৪ এর গণবিপ্লব ছিল ভোটের অধিকার ফিরিয়ে আনার  এনায়েতপুরে বিএনপির স্মরণসভায় তারেক রহমান

চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতা যে বিপ্লব ঘটিয়েছেন তা অবিস্মরণীয়। ২০২৪ এর বীরশহীদদের প্রতি শ্রদ্ধা তিনি বলেন, শহীদদের

‘সাদা সাদা-কালা কালা’ গান গাওয়ায় কিলি পলকে ধন্যবাদ দিলেন চঞ্চল

হাওয়া’ সিনেমাটি গত বছর দেশে আলোচনার ঝড় তুলেছিল। এটি ব্যাপক ব্যবসায়িক সফলতা লাভ করেছিল। গভীর সমুদ্রে চিত্রায়িত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত এ সিনেমার ‘সাদা