‘কারা আসতে পারেন বিএনপির স্থায়ী কমিটিতে’

নিজস্ব প্রতিবেদক: যেকোনো সময় বিএনপির স্থায়ী কমিটি সম্প্রসারিত হতে পারে। স্থায়ী কমিটির পাঁচটি শূন্য পদে আনা হতে পারে যারা মাঠে আন্দোলন করছেন এবং দলের জন্য সক্রিয় এমন নেতাদের। বিএনপির একাধিক নীতি নির্ধারণী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তারের পরেই স্থায়ী কমিটি পুনর্গঠনের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। তবে সেই সময় এই ব্যাপারটি থমকে গিয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সিনিয়র গুরুত্বপূর্ণ সদস্যের কারাবরণের কারণে। এখন তারা কারাগার থেকে মুক্ত হয়েছেন।

স্থায়ী কমিটির পুনর্গঠনের বিষয়ে দুটি ব্যাপার বিবেচনা করা হচ্ছে। প্রথমত, যে পাঁচটি পদ খালি রয়েছে সেখানে নতুন স্থায়ী কমিটির সদস্য নিয়োগ দেওয়া। আর দ্বিতীয়ত, যারা অসুস্থ, বার্ধক্যজনিত কারণে দায়িত্ব পালনে অক্ষম তাদেরকে অন্যত্র আলঙ্কারিক পদে নিয়ে গিয়ে স্থায়ী কমিটিতে অপেক্ষাকৃত তরুণ এবং সক্রিয় অন্তর্ভুক্ত করা।’

বিএনপির মধ্যে এখন স্থায়ী কমিটিতে কারা আসতে পারেনে তা নিয়ে বিভিন্ন রকম আলোচনা চলছে। বিএনপির নীতি নির্ধারণীর সর্বোচ্চ এই পদে আসার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন এবং তারা লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গেও যোগাযোগ করছেন। স্থায়ী কমিটিতে কারা আসতে পারেন এ নিয়ে বিএনপির মধ্যে চলছে নানামুখী আলাপ-আলোচনা এবং জল্পনা-কল্পনা।

বিভিন্ন সূত্রগুলো বলছে যে, বিএনপির এই সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থায় আসার জন্য যাদের নাম নেতাকর্মীদের মধ্যে আলোচনায় রয়েছে তাদের মধ্যে রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী এই মুহূর্তে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। দলে তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এমনকি কোনো কোনো কর্মীরা মনে করেন যে, বিএনপির এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তিনি। কাজেই তিনি যদি স্থায়ী কমিটিতে না আসেন সেটা হবে অঘটন।’

আবদুল্লাহ আল নোমান বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ নেতা। তিনি প্রতিষ্ঠাকাল থেকেই বিভিন্নভাবে বিএনপির সঙ্গে যুক্ত। তবে তারেক জিয়ার সঙ্গে তার সম্পর্ক তেমন ভালো নয়। তারেক জিয়ার সাথে সম্পর্কের টানাপোড়নের কারণেই যদি শেষ পর্যন্ত তিনি স্থায়ী কমিটিতে না আসেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির অপেক্ষাকৃত তরুণ নেতাদের একজন। সাম্প্রতিক সময়ে তাকে অত্যন্ত সক্রিয় দেখা যাচ্ছে। গতকালই তিনি কারাগার থেকে মুক্ত হয়েছেন। তার স্থায়ী কমিটিতে থাকার সম্ভাবনা রয়েছে।

আবদুল আউয়াল মিন্টু বিএনপির আরেকজন গুরুত্বপূর্ণ নেতা। তাকে বিএনপির ক্যাশিয়ার মনে করা হয়। তারেক জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ, এ কারণে তারও স্থায়ী কমিটিতে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

বিএনপির স্থায়ী কমিটিতে নারী সদস্যের অন্তত একজনের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে তিন জন নারী নেতাকে নিয়ে আলোচনা রয়েছে। এদের মধ্যে রয়েছেন রুমিন ফারহানা, শামা ওবায়েদ এবং নিপুণ রায় চৌধুরী। এই তিনজনের মধ্যে যেকোনো একজন স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেন বলে বিএনপির বিভিন্ন নেতারা মনে করছেন। তবে এক্ষেত্রে শামা ওবায়েদ এর চেয়ে রুমিন ফারহানা এগিয়ে আছেন বলে অনেকেই মনে করেন। বিভিন্ন টকশোতে তার অংশগ্রহণের জন্যই রুমিন ফারহানার নাম আলোচনায় বেশি আসছে।’

অন্যদিকে রাজপথে লড়াই করার জন্য আলোচিত নিপুণ রায় চৌধুরী যদি স্থায়ী কমিটির অন্তর্ভুক্ত হন তবে অবাক হবার কিছু থাকবে না। ড্যাবের সভাপতি ড. জাহিদের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। ড. জাহিদ খালেদা জিয়া এবং তারেক জিয়া দুজনেরই খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন এখন আইনজীবীদের নেতৃত্ব দিচ্ছেন। তিনি যদি স্থায়ী কমিটির অন্তর্ভুক্ত হন তবে অবাক হবার কিছু থাকবে না।

বিএনপিতে জনপ্রিয় তরুণ নেতা হাবিব-উন-নবী সোহেলেরও স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। তবে বিএনপির বিভিন্ন মহল মনে করছেন, এখনি এত তরুণদের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা নাও হতে পারে। তবে বিএনপি ঈদের আগেই স্থায়ী কমিটি পুনর্গঠন করতে চায় এবং স্থায়ী কমিটি পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে গোছানোর পাশাপাশি আন্দোলনেও নিজেদেরকে সক্রিয় করতে চায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গুমবিষয়ক কমিশন গঠন করা হবে : আসিফ নজরুল

অনলাইন ডেস্ক: গুমবিষয়ক আইনের অধীনে একটি শক্তশালী গুমবিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, আগামী

বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরলো ত্রিপুরার হোটেল মালিকরা

আন্তর্জাতিক ডেস্ক: ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশি নাগরিকদের ওপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা।

ন্যায় ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য, কর্মী সমাবেশে জহিরুল ইসলাম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত

প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। বুধবার এ র‍্যালীটি মিয়ারবাজার থেকে

সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণসমূহ বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা সমাপনী অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল

তুর্কি ড্রোনে রাইসির হেলিকপ্টারের অবস্থান শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটির খোঁজ পাওয়া গেছে। তুরস্কের আকিনসি ড্রোন দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করেছে। উদ্ধারকারী দল ওই স্থান থেকে