‘কারা আসতে পারেন বিএনপির স্থায়ী কমিটিতে’

নিজস্ব প্রতিবেদক: যেকোনো সময় বিএনপির স্থায়ী কমিটি সম্প্রসারিত হতে পারে। স্থায়ী কমিটির পাঁচটি শূন্য পদে আনা হতে পারে যারা মাঠে আন্দোলন করছেন এবং দলের জন্য সক্রিয় এমন নেতাদের। বিএনপির একাধিক নীতি নির্ধারণী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তারের পরেই স্থায়ী কমিটি পুনর্গঠনের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। তবে সেই সময় এই ব্যাপারটি থমকে গিয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সিনিয়র গুরুত্বপূর্ণ সদস্যের কারাবরণের কারণে। এখন তারা কারাগার থেকে মুক্ত হয়েছেন।

স্থায়ী কমিটির পুনর্গঠনের বিষয়ে দুটি ব্যাপার বিবেচনা করা হচ্ছে। প্রথমত, যে পাঁচটি পদ খালি রয়েছে সেখানে নতুন স্থায়ী কমিটির সদস্য নিয়োগ দেওয়া। আর দ্বিতীয়ত, যারা অসুস্থ, বার্ধক্যজনিত কারণে দায়িত্ব পালনে অক্ষম তাদেরকে অন্যত্র আলঙ্কারিক পদে নিয়ে গিয়ে স্থায়ী কমিটিতে অপেক্ষাকৃত তরুণ এবং সক্রিয় অন্তর্ভুক্ত করা।’

বিএনপির মধ্যে এখন স্থায়ী কমিটিতে কারা আসতে পারেনে তা নিয়ে বিভিন্ন রকম আলোচনা চলছে। বিএনপির নীতি নির্ধারণীর সর্বোচ্চ এই পদে আসার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন এবং তারা লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গেও যোগাযোগ করছেন। স্থায়ী কমিটিতে কারা আসতে পারেন এ নিয়ে বিএনপির মধ্যে চলছে নানামুখী আলাপ-আলোচনা এবং জল্পনা-কল্পনা।

বিভিন্ন সূত্রগুলো বলছে যে, বিএনপির এই সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থায় আসার জন্য যাদের নাম নেতাকর্মীদের মধ্যে আলোচনায় রয়েছে তাদের মধ্যে রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী এই মুহূর্তে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। দলে তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এমনকি কোনো কোনো কর্মীরা মনে করেন যে, বিএনপির এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তিনি। কাজেই তিনি যদি স্থায়ী কমিটিতে না আসেন সেটা হবে অঘটন।’

আবদুল্লাহ আল নোমান বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ নেতা। তিনি প্রতিষ্ঠাকাল থেকেই বিভিন্নভাবে বিএনপির সঙ্গে যুক্ত। তবে তারেক জিয়ার সঙ্গে তার সম্পর্ক তেমন ভালো নয়। তারেক জিয়ার সাথে সম্পর্কের টানাপোড়নের কারণেই যদি শেষ পর্যন্ত তিনি স্থায়ী কমিটিতে না আসেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির অপেক্ষাকৃত তরুণ নেতাদের একজন। সাম্প্রতিক সময়ে তাকে অত্যন্ত সক্রিয় দেখা যাচ্ছে। গতকালই তিনি কারাগার থেকে মুক্ত হয়েছেন। তার স্থায়ী কমিটিতে থাকার সম্ভাবনা রয়েছে।

আবদুল আউয়াল মিন্টু বিএনপির আরেকজন গুরুত্বপূর্ণ নেতা। তাকে বিএনপির ক্যাশিয়ার মনে করা হয়। তারেক জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ, এ কারণে তারও স্থায়ী কমিটিতে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

বিএনপির স্থায়ী কমিটিতে নারী সদস্যের অন্তত একজনের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে তিন জন নারী নেতাকে নিয়ে আলোচনা রয়েছে। এদের মধ্যে রয়েছেন রুমিন ফারহানা, শামা ওবায়েদ এবং নিপুণ রায় চৌধুরী। এই তিনজনের মধ্যে যেকোনো একজন স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেন বলে বিএনপির বিভিন্ন নেতারা মনে করছেন। তবে এক্ষেত্রে শামা ওবায়েদ এর চেয়ে রুমিন ফারহানা এগিয়ে আছেন বলে অনেকেই মনে করেন। বিভিন্ন টকশোতে তার অংশগ্রহণের জন্যই রুমিন ফারহানার নাম আলোচনায় বেশি আসছে।’

অন্যদিকে রাজপথে লড়াই করার জন্য আলোচিত নিপুণ রায় চৌধুরী যদি স্থায়ী কমিটির অন্তর্ভুক্ত হন তবে অবাক হবার কিছু থাকবে না। ড্যাবের সভাপতি ড. জাহিদের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। ড. জাহিদ খালেদা জিয়া এবং তারেক জিয়া দুজনেরই খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন এখন আইনজীবীদের নেতৃত্ব দিচ্ছেন। তিনি যদি স্থায়ী কমিটির অন্তর্ভুক্ত হন তবে অবাক হবার কিছু থাকবে না।

বিএনপিতে জনপ্রিয় তরুণ নেতা হাবিব-উন-নবী সোহেলেরও স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। তবে বিএনপির বিভিন্ন মহল মনে করছেন, এখনি এত তরুণদের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা নাও হতে পারে। তবে বিএনপি ঈদের আগেই স্থায়ী কমিটি পুনর্গঠন করতে চায় এবং স্থায়ী কমিটি পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে গোছানোর পাশাপাশি আন্দোলনেও নিজেদেরকে সক্রিয় করতে চায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাইসির মৃত্যুতে ইসরায়েল কি জড়িত

আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ সব আরোহী। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিসহ

দুই উপদেষ্টার পিএসের দুর্নীতির কথা শুনলে হাসিনা বিস্ময়ে তিনবার ডিগবাজি দেবেন’: রিজভী

ডেস্ক রিপোর্ট: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের (পিএস) দুর্নীতির কাহিনী শুনলে শেখ হাসিনাও বিস্ময়ে তিনবার ডিগবাজি খেতে পারেন।

ট্রেনে কাটা প‌ড়ে সেনা সদস্য নিহত

জহুরুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে ট্রেনে কাটা প‌ড়ে এক সেনা সদস্য নিহত হ‌য়ে‌ছেন। বুধবার (২৪ জানুয়ারি’) সকা‌লে উপ‌জেলার আনালিয়াবাড়ীর রেল সেতুর কাছ থে‌কে তার

যশোরে হরিজনদের ধর্মঘটে শহরজুড়ে ময়লার স্তুপ, দুর্গন্ধে মুখ চেপে চলছে পথচারী

জেমস আব্দুর রহিম রানা: বিদ্যুৎলাইন কেটে দেওয়ার প্রতিবাদে কাজ বন্ধ রেখেছে যশোর পৌরসভার হরিজনরা। পৌরসভা শ্রমিকরা কাজ বন্ধ রাখায় শহরের মোড়ে মোড়ে ময়লার স্তূপ জমা

টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাসের গুল্যা নামক স্থান থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে অভিজিত কুমার (২৬)

কুমিল্লায় একই স্থানে ছাত্রলীগ ও কোটা বিরোধীদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার কান্দিরপড়া পূবালী চত্বরে ‘শান্তি সমাবেশ’ করতে অবস্থান নিয়েছে কুমিল্লা মহানগর ছাত্রলীগ। একই স্থানে সমবেত হওয়ার কথা ছিলো কোটাবিরোধী শিক্ষার্থীদের। আজ রোববার (১৪