আপনার জানার ও বিনোদনের ঠিকানা

কারাগারে বিদ্রোহে ছয় বন্দি নিহত, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে ১০ ঘণ্টা পর জেলা কারাগারের বন্দিদের বিদ্রোহ নিয়ন্ত্রণে এনেছে কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় ছয় বন্দি নিহত এবং জেলার, কারারক্ষী ও বন্দিসহ আহত হয়েছেন ১৯ জন।

শুক্রবার দুপুরে কারাগারের জেলার আবু ফাত্তাহ জানান, ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক ও বৈষম্যবিরোধী আন্দোলনে গ্রেফতার ব্যক্তিদের সরকার মুক্তি দেয়। সে সময় অন্য বন্দিরা মুক্তি দাবি করেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বেশ কিছু কয়েদি দুই ভাগে বিভক্ত হয়ে মারামারি করেন। একটি গ্রুপের কয়েদিরা কারাগার থেকে বেরিয়ে যাওয়ার জন্য তার কাছে এসে কারা ফটকের চাবি চায়।

তিনি চাবি দিতে না চাইলে তার ওপর হামলা করে। তাকে ও ১৩ কারারক্ষীকে জিম্মি করে মারধর করে কারাগারের ভেতরের ফটক ভেঙে বের হওয়ার চেষ্টা করেন বন্দিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা গোলাগুলি শুরু করেন। মুহুর্মুহু গুলির শব্দে পার্শ্ববর্তী জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা থেমে থেমে ব্যাপক গোলাগুলি হয়।

এক পর্যায়ে কারাগারের অভ্যন্তরে অগ্নিসংযোগ করেন কয়েদিরা। এতে সব গুরুত্বপূর্ণ নথি, কাগজপত্র ও কয়েদিদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়। এ সময় কয়েদিরা বাকি কারারক্ষীদের ওপরও হামলা করে জিম্মি করে ফেলে। কারাগারে হট্টগোল এবং গুলির শব্দ পেয়ে কারাগারের ঠিক পাশেই অস্থায়ী ক্যাম্পে থাকা সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে এসে কারাগারের চারপাশ ঘিরে ফেলেন।’

এ সময় কারাগারের ভেতর থেকে কয়েদিদের ‘আমাদের বাঁচান’ বলে আর্তনাদের শব্দ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কারাগারের দেয়ালের ওপর দিয়ে পানি ছিটিয়ে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সেনাবাহিনীর সদস্যরা এ সময় মাইকিং করে কয়েদিদের শান্ত থাকা ও পালিয়ে না যাওয়ার জন্য আহ্বান জানান।

এদিকে, বিক্ষুব্ধ কয়েদিদের হাতে দুই ঘণ্টা বন্দি থাকার পর অন্যান্য কয়েদির সহযোগিতায় জেলার আবু ফাত্তাহ বন্দিদশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত কারাগারের অভ্যন্তরে কয়েদিদের কাছে জিম্মি থাকা তিন নারী কারারক্ষীসহ ১৩ জন কারারক্ষীকে আহত অবস্থায় উদ্ধার করেন কারা কর্তৃপক্ষ।

তাদের মধ্যে গুলিবিদ্ধ কারারক্ষী রুকনুজ্জামানকে (৫০) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সাদেক আলী (৪৫) ও জাহিদুল ইসলামকে (৪১) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। ধীরে ধীরে বেশির ভাগ কয়েদি সেলে চলে গেলেও বিদ্রোহীরা পালানোর চেষ্টা অব্যাহত রাখে। এতে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে থেমে থেমে গুলি চালান কারারক্ষীরা, সেই সঙ্গে কারাগারের ভেতর থেকে কয়েদিদের আর্তচিৎকার ভেসে আসে।’

বন্দি কারারক্ষীদের কারাগারের অভ্যন্তর থেকে উদ্ধার করা সম্ভব হলেও ১০ ঘণ্টা পর মধ্যরাতে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জেলার আবু ফাত্তাহ বিদ্রোহের ঘটনায় ছয় জন বন্দি নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের আসার পর ৪০ থেকে ৫০ জন কারারক্ষীকে নিয়ে মধ্যরাতে কারাগারে প্রবেশ করে সব বন্দির সেলে অবস্থান করা নিশ্চিত করা হয়। কারাবন্দিদের মধ্যে যারা বিদ্রোহে অংশ নেননি তাদের জিম্মি করে এবং নিজেদের মধ্যে মারামারির ঘটনায় ঘটনাস্থলেই নিহত পাঁচ বন্দির মরদেহ উদ্ধার করা হয়।’

এ ছাড়াও এ ঘটনায় গুরুতর আহত ছয় বন্দিকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও এক বন্দির মৃত্যু হয়। নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম, রাহাত। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জেলার আরও জানান, বাকি কারাবন্দিরা সুস্থ আছেন, খাওয়া-দাওয়া করছেন। বর্তমানে এই কারাগারে ৬৬৯ জন কারাবন্দি রয়েছেন। কোনও রাজনৈতিক বা জঙ্গি আসামি নেই। কয়েদিদের কেউ পালাতে পারেননি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এমপি আনারকে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন আটক গাড়ি চালক

নিউজ ডেস্ক: এমপি আনারকে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন আটক গাড়ি চালক,ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় আটক কলকাতার গাড়ি চালক জুবেইর ওরফে জিহাদ

নাইজেরিয়ায় ৫০ জনকে অপহরণ, বেশিরভাগই নারী’

আন্তর্জাতিক ডেস্ক: চলতি সপ্তাহে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় ৫০ জনকে অপহরণ করেছে দেশটির সন্দেহভাজন ইসলামপন্থী বিদ্রোহীরা। অপহৃতদের বেশিরভাগই নারী। স্থানীয় কর্মকর্তা এবং লোকজন এ তথ্য জানিয়েছেন। বোকো

হাসিনা সরকারের পতনের পর, পালিয়েছেন ৯০ মন্ত্রী-এমপি

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী-এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। কেউ দেশ ছাড়ছেন একা, কেউ আবার সপরিবারে।

কী আছে আম্বানির ২৭ তলা বাসভবন ‘অ্যান্টিলিয়ায়’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি ও তার পরিবার থাকেন মুম্বাইয়ে ২৭ তলার একটি বিলাসবহুল ভবনে। বাসভবনটির নাম দেওয়া হয়েছে ‘অ্যান্টিলিয়া’ ভবন। বাসভবনটি ৪

বানভাসিদের ত্রাণ দিল হিন্দু ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রায় ১২টি জেলায় ভয়াবহ বন্যা চলছে। এর মধ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মানুষও বন্যায় ক্ষতিগ্রস্ত। এই উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ করেছেন হিন্দু ছাত্র আন্দোলন

জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমায় বেড়েছে লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক: একটি টার্মিনাল বন্ধ থাকায় প্রায় দেড় মাস ধরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি’) সরবরাহ কম। এর মধ্যে মঙ্গলবার রাতে আরেক দুর্ঘটনায় পাইপলাইন ছিদ্র হয়ে