নজরুল ইসলাম: পূর্ব শত্রুতার জেড় ধরে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকার মামা-ভাগ্নে এন্টার প্রাইজ নামে এক দোকানের ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে দেড় লাখ টাকা ছিনতাই ও দোকান ভাংচুর করার ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছেন। এ ব্যাপারে ব্যবসায়ী আতিকুল অভিযোগ দিলেও ছিনতাই হওয়া টাকা বা ছিনতাইকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম বলছেন, আইনের উর্দ্ধে কেউ নন। ওই ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্তের ভিত্তিত্বে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২১ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে বাজার ভদ্রঘাট এলাকার মৃত ময়েজ আলীর ছেলে ইদ্রিস আলী (৪৫),
ইদ্রিস আলীর ছেলে মাহিম (২৫), আশরাফের ছেলে নাজমুল (২২), আসাদুলের ছেলে আরমান আলী (২২)সহ অজ্ঞাতনামা ১০/১২ জন যুবক ভদ্রঘাট বাজারে মামা-ভাগ্নে এন্টার প্রাইজ নামক সেনেটারীর দোকান অভিযোগকারী সেনেটারীর দোকান ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র সজ্জ নিয়ে এলোপাথারী ভাবে দোকান ভেঙ্গে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি করে এবং ক্যাশে থাকা নগদ এক লাখ ষাট হাজার টাকা ইদ্রিস আলী বের করে নিয়ে যায়। এছাড়া দোকানে থাকা ৪টি নতুন সেচ মটর, ৩৫টি নতুন টিউবওয়েল লুট করে নিয়ে যায়। এসময় ব্যবসায়ীকে ব্যাপক মারধর করে ফেলে চলে যায়। এ ঘটনায় হামলাকারীদের ভয়ে ব্যবসায়ী আতিকুল দোকান খুলতে না পারায় ব্যবসায়ী ও তার পরিবার শঙ্কা যেন কাটছেই না। এ হামলা নিয়ে বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় নেতা সাইদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে মিমাংসা করার চেষ্টা করেছি। কিন্তুু ইদ্রিস আলীর লোকজন কথা না শুনে ওই ব্যবসায়ীর উপর পুনরায় হামলার চালানোর ঘটনা শুনতে পারছি।