কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপরে এক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে সোনামুখী সরকারি বঙ্গবন্ধু কলেজের অফিস সহকারী খোরশেদ আলম (৪৪) এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। থানা পৃলিশ সোমবার রাতে খোরশেদ আলমকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করে। পরে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে। খোরশেদ আলম সোনামুখী গ্রামের কাসেমের পুত্র।
কাজিপুর থানায় দেয়া অভিযোগে জানা গেছে, সাতদিন পূর্বে খোরশেদ আলম প্রতিবেশী এক প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। সোমবার ওই নারীর পিতা ফজলুল হক বাদী হয়ে খোরশেদ আলমের বিরুদ্ধে কাজিপুর থানায় মামলা করেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেপ্তার করে মঙ্গলবার কোর্টে পাঠানো হয়েছে। ওই নারীকেও ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দী ও মেডিকেল পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে।