কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী পদত্যাগ করেছেন। তিনি উপজেলার ২ নম্বর চালিতাডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড (সাতকয়া, বর্শীভাঙ্গা ও ভবানিপুর গ্রাম) আওয়ামী লীগের সভাপতির ছিলেন। ভবানীপুর গ্রামের মৃত এছমত আলীর পুত্র এই নেতা পেশায় একজন মাদ্রাসা শিক্ষক।
সোমবার দুপুরে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে সাংবাদিকদের বলেন, ২০২২ সালের অক্টোবরে এই কমিটি গঠিত হয়েছিলো। শুরু থেকেই এই কমিটির পদ পেলেও আমি কোন রাজনৈতিক সভা সমাবেশে সক্রিয় ছিলাম না। এখন আমি ব্যক্তিগত সমস্যার কারণে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সজ্ঞানে স্বেচ্ছায়, কারো বিনা প্ররোচণায় পদত্যাগ করলাম। পদত্যাগপত্র চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট প্রেরণ করেছি। সকলের অবগতির জন্যে জানাচ্ছি যে, আজ থেকে দলের সাথে আমি কোনভাবেই সম্পৃক্ত নই।
এ বিষয়ে চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বাদশা তালুকদার মুঠোফোনে জানান, গোলাম রব্বানীর পদত্যাগ পত্রের কপি এখনও হাতে পাইনি। # (পদত্যাগ পত্রের ছবি সংযুক্ত)