কবরস্থান থেকে কঙ্কাল চুরি: যে লোমহর্ষক বর্ণনা দিলো প্রত্যক্ষদর্শী’

নিজস্ব প্রতিবেদক: তখন আমি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শেষে বাইরে বের হই। ভোরের আলো কেবল ফুটছে, আঁধার কিছুটা ছিল। কিছুদিন আগে আমার ভাই মারা গেছে। তাই কবরস্থানের দিকে যাই। সেখানে কালো পোশাক পরা, মুখ বাঁধা ৯ জন মানুষকে কবরস্থান থেকে বের হতে দেখি। তাদের কাঁধে ছিল ব্যাগ।’

এভাবেই মঙ্গলবার (১৯ মার্চ’) ভোরে নিজের চোখে দেখা ঘটনার বর্ণনা করছিলেন রেখা খাতুন। তার বাড়ি আমিনপুর থানার খাস আমিনপুর গ্রামে। তার স্বামীর নাম সেলিম মোল্লা। এদিন দুপুর একটার দিকে খাস আমিনপুর কবরস্থানের পাশে দাঁড়িয়ে কথা হয় তার সঙ্গে।

রেখা খাতুন বলেন, ‘কালো পোশাক পড়া মুখোশধারী ৯ জন দুই গ্রুপে প্রথমে ৩ জন পরে বাকি ৬ জন কবরস্থান থেকে বের হয়। এরপর একটি ট্রাকে চলে যায় তার। পরে দোয়া দরুদ পড়ে বাড়িতে ফিরে ভাবি, না জানি কালো পোশাক পড়া ওই মানুষগুলো কি করছে। পরে সকালে আমার স্বামী বাজার থেকে ফিরে জানায় কঙ্কাল চুরির কথা। তখন আমি বলি তাহলে কালো পোশাক পড়া ওই লোকগুলো এই কাজ করেছে।

পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে রাতের অন্ধকারে ১৫টি মরদেহের কঙ্কাল চুরি হয়। মঙ্গলবার (১৯ মার্চ’) ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। সকালে বিষয়টি টের পান স্থানীয়রা। এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। কঙ্কাল চুরি নিয়ে মুহূর্তের মধ্যে জেলা জুড়ে দেখা দেয় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে কবরস্থানে সরেজমিনে গিয়ে দেখা যায়, কবরস্থানে অনেক মানুষের ভিড়। কেউ বাইরে দাঁড়িয়ে দেখছেন। কেউবা কবরস্থানে নেমে ঘুরে ঘুরে কঙ্কাল চুরির বিষয়টি দেখছেন। দেখা যায়, কবরগুলোর বাঁশের চারাট উপরে তোলা। কবরের মাটি খুঁড়ে তোলা হয়েছে। এরকম ১৫টি কবরের একই চিত্র।

সেখানে কথা হয় উপজেলার জাতসাকিনী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম মন্ডলের সঙ্গে। তিনি বলেন, এখানে মোস্তাফিজুর রহমান নামের একজন ব্যাংকে চাকরি করেন। ৪০ দিনের ব্যবধানে তার বাবা-মা দু’জনেই মারা যায়। সকালে বাজারে এসে তার সাথে বসে চা খাচ্ছিলাম। তখন তিনি বলেন কবর খোঁড়া, কঙ্কাল নাই। তখন আমি কবরে গিয়ে সত্যতা পাই। পরে দেখি কবরের ভেতর থেকে মরদেহের মাথা নাই। প্রত্যেকটা কবর থেকে মাথা তুলে নিয়ে গেছে।

খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানের সভাপতি বাবুল উদ্দিন মন্ডল বলেন, আমরা জানার পরপরই দ্রুত থানায় জানাই। পুলিশ এসে দেখে গেছে। এটার তদন্ত হওয়া উচিত। এরকম ঘটনা আমাদের এলাকায় আগে কোনোদিন হয়নি। কারা, কি কারণে এটা করছে তাদের আইনের আওতায় আনা উচিত।’

চুরি হওয়া এক লাশের স্বজন মাসুদ রানা বলেন,’মহাসড়কের পাশে কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। এর সঙ্গে বড় কোনো একটি চক্র জড়িত। আমাদের দাবি পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন,‌ কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কোনো চক্র জড়িত আছে কি না তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৫৪৮ কোটি টাকার চেক আটকে দিলো ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: কোম্পানিটি ব্যাংকের সঙ্গে যোগাযোগের জন্য যে নম্বরটি দিয়ে রেখেছিল তা বন্ধ পাওয়া গেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ গতকাল একটি স্বল্পপরিচিত কোম্পানির ৫৪৮ কোটি টাকা

শাহজাদপুরে যমুনার ভাঙ্গণে বিলিন অর্ধশত বাড়িঘর পলিথিনের ঝুপড়িতে বাস করছে ক্ষতিগ্রস্তরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীতে বন্যার পানি কমতে থাকায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী, কৈজুরি ও জালালপুর এ ৩টি ইউনিয়নের ১৪টি গ্রামে ভয়াবহ আকারে যমুনা নদীর ভাঙ্গণ

যারা ঘৃণা করে তাদের অধিকাংশই আমার লেখা পড়েনি: তসলিমা নাসরিন

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। কখনো তা সমসাময়িক ঘটনা নিয়ে, কখনো নিতান্তই ব্যক্তিগত। সবশেষ ফেসবুকে দেওয়া এক

শিক্ষক আসিফ মাহতাবকে চাকরি অফার করলেন আরাভ খান

সেলিম রেজা স্টাফ রিপোর্টার: শিক্ষক আসিফ মাহতাবকে চাকরি অফার করেছেন দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান। ফেসবুক লাইভে এসে তিনি শিক্ষক মাহতাবকে চাকরি অফার করেন। ভিডিও’র

দুই যুগ পর দেশে ফিরে বৃদ্ধাশ্রম খুঁজছেন রেমিটেন্স যোদ্ধা ইসমাইল 

নিজস্ব প্রতিবেদক: দুই যুগ পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন রেমিটেন্স যোদ্ধা ইসমাইল আলী। তবে কর্মক্ষম অবস্থায় নয়, ফিরেছেন পঙ্গু হয়ে। দীর্ঘ প্রবাস জীবনে হারিয়েছেন স্বজনদেরও।

জনগণের কথায় উঠতে, বসতে ও চলতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণের কথায় উঠতে, বসতে ও চলতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা