কন্যা সন্তান হওয়ায় খুন করলো বাবা-মা, কোথায় সমাজব্যবস্থা

ঠিকানা টিভি ডট প্রেস: অতীত ইতিহাস থেকেই বাবা মায়ের চাহিদা-ঘরে যেন পুত্র সন্তানই আসে। বংশের বাতি রক্ষার্থে পুত্র সন্তানই ভরসা। কন্যা সন্তান হলে সাথে সাথে গলা টিপে মেরেও ফেলা হতো! দিন বদলের খেলায় যতই এসব অতীত ঘটনা বলে আমরা এড়িয়ে এসেছি, এসব যেন কখনোই অতীত হবার নয়। পরপর তিনবার কন্যা সন্তান জন্ম নেয়ায় এবার বাবা-মা দুজনে মিলেই আছড়ে মেরে ফেলেছে শিশুটিকে। আর এই নির্মম ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে।’

বছর সাতেক আগে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিয়ে হয় রিন্টু শেখ ও বিলুয়ারা বিবির। চার বছর পর তাদের প্রথম সন্তান, একটি মেয়ে জন্মায়। পরে আরেকটি সন্তান জন্ম নেয়, সেটিও ছিল মেয়েই। এরপর তিন মাস আগে তৃতীয় বারের মতো কন্যার জন্ম দেন বেলুয়ারা।

এরপর থেকেই তাদের সংসারে অশান্তি লেগেই ছিল। এরই মধ্যে গতকাল তিন মাসের শিশুটির নিথর দেহটি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনার প্রেক্ষিতে রিন্টুর বাবার অভিযোগ, তার ছেলেই আছড়ে খুন করেছে ছোট নাতনিকে। এর সাথে পুত্রবধূও জড়িত থাকার কথা বলেন তিনি। দু’জনের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ রিন্টু এবং তার স্ত্রীকে গ্রেপ্তারও করেছে।

পুলিশ বলছে, প্রথমে অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে সন্তানকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন রিন্টু-বেলুয়ারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে, তিন মাসের শিশুটিকে গতকাল খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির লোকজন দেখেন, ঘরে লেপের তলায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শিশুটি।

বেলুয়ারা তখন সবাইকে বলতে থাকেন, মেয়েকে খাটে শুইয়ে আমি রান্না করছিলাম। কী হয়েছে, জানি না।

রিন্টুর প্রতিবেশীদের কেউ কেউ বলছেন, দুই মেয়েকে নানা অজুহাতে মারধর করতেন রিন্টু। কিছু দিন আগে বড় মেয়ের হাত ভেঙে দিয়েছিলেন তিনি। বাবার হাতে মার খেয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিল মেজ মেয়েও।

এদিকে রিন্টুর বাবা বারবারই বলে আসছিলেন, তৃতীয় বার মেয়ে হওয়ার পর থেকে ছেলে-বৌমার ঝামেলা লেগেই থাকত। ছেলে নিয়মিত নেশা করে। ছেলেই ছোট নাতনিকে খুন করেছে। পুত্রবধূ সব জেনেও ওকে আড়াল করছে।’

নারীর ক্ষমতায়নের এ কেমন নির্মম চিত্র’?

নরেন্দ্র মোদির সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভারতে নারীর ক্ষমতায়নে একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছেন। মেয়েদের সার্বিক অগ্রগতির লক্ষ্যে হাতে নিয়েছেন ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প।

এছাড়া, সংসদে এক-তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষণের লক্ষ্যে সংসদে বিল পাস করা হয়েছে সম্প্রতি। নারী উন্নয়নে ‘কন্যাশ্রী’, রূপশ্রী’ ও ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। বহু নারী স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। সেই গোষ্ঠীগুলোকে কাছে টানতে কেন্দ্রও সক্রিয় হয়েছে সম্প্রতি।

কিন্তু এত সব প্রচার প্রচারণা উন্নতি ঘটানোর পরও সমাজব্যবস্থার এই হাল কেন প্রশ্ন সকলের মনে? সমাজের নিচু স্তরের মানুষের কাছে কি এসব কনো বার্তাই পৌঁছায় না? মুর্শিদাবাদের এ ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল বাস্তবতা কয়েকশো বছরের পুরোনো ধারাকেই ধরে রেখেছে। আজও তা বদলায়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২০ বছরের যুবকের বাড়িতে ২৫ বছরের নারীর অনশন

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর স্বীকৃতি পেতে ২০ বছরের এক যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন ২৫ বছর বয়সী এক নারী। সোমবার (৩১ মার্চ) উপজেলার গারুড়িয়া

ভুলে অন্যায় করলে গুনাহ হবে কি?

ভুলে যাওয়া মানসিক দুর্বলতার একটি কারণ। কমবেশি সব মানুষের ক্ষেত্রেই তা হতে পারে। কিন্তু কোনো মানুষ যদি ভুলে কোনো ইবাদত ছেড়ে দেয় কিংবা ভুলে কোনো

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মা-মেয়ে,খালার অনশন 

নিজস্ব প্রতিবেদক: বিয়ের দাবিতে প্রেমিক মাসুদ আহমেদ সাগরের বাড়িতে অনশনে বসেছেন একই গ্রামের মা-মেয়ে ও খালা। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর)।

জনপ্রশাসনসহ সাধারণ সেবা খাতে সংস্কার হয়নি, বেড়েছে সরকারের খরচ

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যমান ৪৩ মন্ত্রণালয় থেকে কমিয়ে ২৫টি এবং বিভাগের সংখ্যাও কমানোর সুপারিশ করেছিল জনপ্রশাসন সংস্কার কমিশন। সরকারের ব্যয় কমাতে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব

কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায়

মসজিদ-মাদরাসাসহ ৩৫০ ধর্মীয় প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিলো ভারত

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ সরকার সম্প্রতি মসজিদ, মাদরাসা ও ঈদগাহসহ ৩৫০টিরও বেশি ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। দেশটির গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য