আপনার জানার ও বিনোদনের ঠিকানা

এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের নতুন দাবি

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপ ঘিরে যেন জটিলতা থামছেই না। মূল আয়োজক দেশ পাকিস্তানে খেলতে ভারতের অনীহা, হাইব্রিড মডেলে শ্রীলঙ্কাকে সহআয়োজক করার মত ইস্যু নিয়ে থমকে আছে পুরো আয়োজন। এখন পর্যন্ত নির্ধারিত হয়নি টুর্নামেন্টের পুরো সূচি। ডারবানে আইসিসি’র বৈঠক চলাকালেই অবশ্য সেই জটিলতা কেটে যাবার কথা।,
তবে, সূচি চূড়ান্ত হবার আগেই নতুন করে আরও এক দাবি নিয়ে হাজির হয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। নিজ দেশে আরও কিছু ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান। সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কার আবহাওয়া বিবেচনায় এমন চিন্তাভাবনা করছে তারা।
আগেই নিশ্চিত হয়েছিলো, বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে মাসে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। ভারতের আপত্তির মুখে পাকিস্তান থেকে টুর্নামেন্টের ৯টি ম্যাচ সরিয়ে নেয়া হয়েছে শ্রীলঙ্কায়। তবে পুরো সেপ্টেম্বর জুড়েই শ্রীলঙ্কার বেশিরভাগ অঞ্চলে আছে বৃষ্টির সম্ভাবনা। আর সেক্ষেত্রে ভেস্তে যেতে পারে অনেকগুলো ম্যাচ।
মূলত শ্রীলঙ্কার এমন বৈরি আবহাওয়ার কারণেই আরও কিছু ম্যাচ নিজেদের দেশে নিয়ে আসার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংস্থাটির একটি সূত্র জানিয়েছে এনিয়ে এসিসির সভায় নিজেদের অবস্থান তুলে ধরবে তারা।
এশিয়া কাপের মূল আয়োজক পিসিবির শীর্ষ কর্মকর্তারা এখন ডারবানে অবস্থান করছেন। সেখানে আইসিসির বার্ষিক সভায় উপস্থিত আছেন অন্যান্য বোর্ডের কর্তারাও। সেখান থেকে ফিরেই তারা এসিসির বৈঠকে যোগ দেবেন। সভায় এসিসি সভাপতি জয় শাহ ও সদস্য দেশগুলোর কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ভারতের প্রবল আপত্তির মুখে প্রায় একমাস আগেই সহ-আয়োজক হিসেবে শ্রীলঙ্কার নাম প্রস্তাব করা হয়। বর্তমান প্রস্তাবনা অনুযায়ী, গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ হওয়ার কথা পাকিস্তানে। আর বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে ডাম্বুলায়।
এখন পর্যন্ত পাকিস্তানের জন্য বরাদ্দ আছে ৪টি ম্যাচ। নেপালের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি হতে পারে লাহোরে। এ ছাড়া আফগানিস্তান বনাম বাংলাদেশ, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ও শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হতে পারে সেখানে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘চার দিনের সফরে সোমবার বাংলাদেশে আসছেন ভুটানের রাজা’

ঠিকানা টিভি ডট প্রেস: ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক চার দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন। বাংলাদেশের আমন্ত্রণে ১১ বছর পর আবার স্বাধীনতা দিবসের

ভাবলাম লু এসেছেন সম্পর্ক ভালো করতে, কিন্তু নিশিরাতে স্যাংশন দিলো’

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,ঢাকায় ডোনাল্ড লু সাহেব আসলো,ভাবলাম তারা আসলে সম্পর্ক ভালো করতে চায়, কিন্তু নিশি রাতে তারা স্যাংশন দিলো।

মাহফিল কমিটিতে নাম নিয়ে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দুমকিতে মাহফিল কমিটিতে নাম নিয়ে দুপক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় মোশারেফ মুন্সী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে’) রাত সাড়ে

‘মসজিদের ইমাম ছাত্রলীগ নেতা’

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় ছাত্রলীগের নেতৃত্বে থাকায় রাজনীতির মাঠে সরব তিনি। তার নির্দেশনায় চলছে ইউনিয়নটির ছাত্ররাজনীতি। সেই নেতা করছেন মসজিদের ইমামতি। রমজান মাসে পড়াচ্ছেন খতমে তারাবি।

বেনজীর-আছাদ-মতি: তারপর’?

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমে এখন রীতিমতো প্রতিযোগিতা চলছে। বিভিন্ন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের হাড়ির খবর তাদের অবৈধ সম্পদের ঠিকানা খুঁজতে ব্যস্ত দেশের গণমাধ্যমগুলো। একটি সুস্থ প্রতিযোগিতা দৃশ্যমান

তিস্তা নিয়ে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি চীন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি আছে চীন। তিনি বলেন, যে কোনো সিদ্ধান্তকে