এমডি আব্দুল্লাহ মুক্তি পেল কত টাকায়’

নিজস্ব প্রতিবেদক: ৩১ দিন জিম্মিদের হাতে আটক থাকার পর অবশেষে এমডি আব্দুল্লাহ সোমালিয়া থেকে মুক্তি পেয়েছে। সোমালিয়া থেকে আজ সকালে এই জাহাজটি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী ১৯ এপ্রিল মুক্তি পাওয়া জাহাজটি নাবিকদেরসহ দুবাইতে পৌঁছাবে বলে মালিক পক্ষ থেকে বলা হয়েছে। সেখান থেকে উদ্ধারকৃত ২৩ নাবিককে বিমানযোগে ঢাকায় নিয়ে আসার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

কেএসআরএমের পক্ষ থেকে বলা হয়েছে যে, আন্তর্জাতিক রীতি-নীতি মেনেই তাদের সাথে সমঝোতা করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে সমঝোতা করা হয়েছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ আজ সংবাদ সম্মেলন করে এটিকে নববর্ষের উপহার হিসেবে উল্লেখ করেছেন এবং এত দ্রুত সময়ের মধ্যে জিম্মি উদ্ধারের ঘটনায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।’

তবে সকল পক্ষ যে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তা হল এমভি আব্দুল্লাহ মুক্ত করার পিছনে কত টাকা খরচ হয়েছে? জলদস্যুদের কত টাকা দেওয়া হয়েছে? এর জবাবে অবশ্য কেএসআরএমের উপদেষ্টা বলেছেন যে এটি আন্তর্জাতিক গোপনীয়তার বিষয়, বিভিন্ন সংস্থা এর সঙ্গে জড়িত এবং যে নিয়ম নীতি আছে সে কারণে তারা এই বিষয়টি নিয়ে নিয়ে কথা বলতে চাচ্ছেন না।

অন্যদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন যে, টাকার বিনিময়ে বা মুক্তিপণ দিয়ে জিম্মিদের মুক্ত করার বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন। এই ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে তার জানা নেই। বিষয়টি তিনি এক রকম এড়িয়ে গেছেন। তবে একাধিক সূত্র বলছে যে কেএসআরএম কর্তৃপক্ষ এই ঘটনার পর থেকেই বিভিন্ন দর কষাকষি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছিল এবং তাদের মাধ্যমেই সোমালিয়ার জলদস্যুদের সাথে টাকাপয়সা লেনদেনের বিষয়টি চূড়ান্ত করে এবং পরোক্ষভাবে কেএসআরএমের মুখপাত্র মিজানুর রহমান স্বীকার করেছেন যে, টাকা দেওয়া হয়েছে। তবে আগের যে এখন তাদের দর-দাম অনেক কমে গেছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। এখন যেহেতু এই আন্তর্জাতিক আইন কানুন রীতি-নীতি এবং আইন শৃঙ্খলার বিষয়গুলো অনেক জোরালো হয়েছে। সে কারণে জলদস্যুরা যা পাওয়া যায় তাতেই লাভ এরকম একটি অবস্থানে গেছে বলেও কেএসআরএমের মুখপাত্র সংবাদ সম্মেলনে দাবি করেছেন।

তবে এটা সকল পক্ষই জানেন, প্রকাশ্যে স্বীকার না করলেও তারা অস্বীকার করতে পারবেন না যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মুক্তিপণ দেওয়ার বিনিময়ে এমডি আব্দুল্লাহ কে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং টাকা পৌঁছানোর পরপরই জলদস্যুরা জাহাজ ছেড়ে গেছে এবং নাবিকদেরকে মুক্ত করেছে।

প্রশ্ন হল যে, কত টাকা দেওয়া হয়েছে?

সাধারণত জিম্মিদের হাত থেকে জাহাজ উদ্ধারের ঘটনায় টাকার অংক সবসময় অগোচরেই থেকে যায়। কেউ নানা রকম বাস্তবতার কারণে এটি বলতে চায় না। তবে তৃতীয় পক্ষের মাধ্যমে কেএসআরএম সোমালিয়ার জলদস্যুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল। তারা একটি যুক্তি সঙ্গত মূল্যতেই ২৩ জন নাবিক এবং এমভি আব্দুল্লাহকে উদ্ধার করেছে বলে ধারণা করা হচ্ছে। যে টাকার অংকটি নিঃসন্দেহে সকলের জন্য একটি সম্মানজনক সমাধান হিসেবেই গ্রহণযোগ্য হয়েছিল। আর এ কারণেই শেষ পর্যন্ত কেএসআরএম হয়তো সেই মুক্তিপণের টাকা দিয়ে জাহাজটি গ্রহণ করতে আর কালক্ষেপণ করেনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রামপুরা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা থেকে ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) রাতে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার

আ. লীগ নিষিদ্ধের দাবি, বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার বাদ জুমা প্রধান উপদেষ্টার বাসভবন

জন্মান্ধ শিক্ষক ইয়াহইয়া ছড়াচ্ছেন কোরআনের আলো

ঠিকানা টিভি ডট প্রেস: জন্ম থেকেই দুই চোখে দেখতে পান না সিলেটের জন্তাপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে হাফেজ মো. ইয়াহইয়া (২২)। তিনি পেশায় মাদ্রাসার শিক্ষক।

বড় হতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ, আসছে রদবদলও

ডেস্ক রিপোর্ট: সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে এমন আরও কয়েকজন নতুন মুখ বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত করার ব্যাপারে জোর

টাকার বিনিময় রেল কেটে ক্ষমতায় যাওয়া যায় না ,রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম 

একে আজাদ রাজবাড়ীঃ রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেন, মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা লুটা যায় না।টাকার বিনিময়ে রেল কেটে ক্ষমতায় যাওয়া যায় না।ক্ষমতায় যেতে হলে

শিক্ষামন্ত্রীকে নিয়ে সরকারের অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবারের মন্ত্রিসভায় অন্যতম বড় চমক ছিলেন। ৭ জানুয়ারি আওয়ামী লীগের ভূমিধ্বস বিজয়ের পর ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠিত হয়