আপনার জানার ও বিনোদনের ঠিকানা

এবার স্কুলে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের জান্তা,নিহত’ ৪ শিশু

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের জান্তা বাহিনী এবার স্কুলে বিমান হামলা চালিয়েছে। সোমবার কারেনি (কায়া) প্রদেশের ডেমোসো টাউনশিপের একটি স্কুলে মিয়ানমারের জান্তা বাহিনী যুদ্ধবিমানের মাধ্যমে বোমা হামলা চালায়। এই হামলায় অন্তত চার শিশু নিহত ও আরও ১০ জনের বেশি আহত হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি’) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোসো শহরের একজন স্বেচ্ছাসেবক ইরাবতীকে জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে সেখানকার ডাউসিই গ্রামের স্কুলে দুটি যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ এবং মেশিনগান থেকে গোলাবর্ষণ করা হয়।

ওই স্বেচ্ছাসেবক বলেন, ওই এলাকায় জান্তা বাহিনী ও প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে কোনো রকম সংঘর্ষ ছিল না। এ সত্ত্বেও তারা এই হামলা চালিয়েছে।

ডাউসিই গ্রামটি ডেমোসো শহরের প্রায় ১০ মাইল পশ্চিমে কারেনি প্রদেশের রাজধানী লোইকাও যাওয়ার রাস্তায় অবস্থিত। এটি এখন আংশিকভাবে কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে।

ওই স্বেচ্ছাসেবক বলেন, ‘হামলার শিকার স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানো হয়। জান্তা বাহিনীর বিমান হামলা এবং গোলাবর্ষণ থেকে সুরক্ষার জন্য স্কুল কম্পাউন্ডে বোমা আশ্রয়কেন্দ্র রয়েছে। কিন্তু হামলাটি হঠাৎ করেই হয় এবং এই কারণে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ পায়নি শিশুরা।’

তিনি আরও বলেছেন, বোমা হামলায় বিদ্যালয়ের ৯০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে, এবং হামলায় আহত অনেক শিশুর অবস্থা গুরুতর।

ইরাবতী বলছে, যুদ্ধের কারণে অন্য এলাকা থেকে বাস্তুচ্যুত লোকরা এই ডাউসিই গ্রামে আশ্রয় নিয়েছিল এবং গ্রামের এই স্কুলে স্থানীয় ও বাস্তুচ্যুত উভয় শিশুরাই পড়াশোনা করত। এছাড়া জান্তা বাহিনীর যুদ্ধবিমানগুলো পার্শ্ববর্তী আরেকটি গ্রামেও বোমাবর্ষণ করেছে। তবে সেই হামলায় হতাহতের পরিসংখ্যান এখনও জানা যায়নি।’

কারেনি সেনাবাহিনীর মুখপাত্র কো হপোন নাইং ইরাবতীকে বলেছেন, ‘যুদ্ধবিমানগুলো সারা সকালজুড়ে গ্রামের ওপর দিয়ে উড্ডয়ন করেছে এবং একপর্যায়ে স্কুলে বোমাবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই তিনজন শিশু নিহত হয় এবং আরও অনেকে আহত হয়েছে। তবে হতাহতের সঠিক পরিসংখ্যান দেওয়া কঠিন।’

অভ্যুত্থানের পর থেকেই কারেনি প্রদেশে জান্তা বাহিনী ব্যাপকভাবে বোমা হামলা চালিয়েছে। কারণ এখানকার বাসিন্দারা ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিল। তারা এই সরকারকে অবৈধ বলে মনে করে।

কারেনি হিউম্যান রাইটস গ্রুপের তথ্য অনুযায়ী, জান্তা বাহিনী গত বছর কারেনি প্রদেশে ১৬০টিরও বেশি আর্টিলারি স্ট্রাইক এবং ৭৬টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ১৮০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত এবং আরও ১৪০ জন আহত হয়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধুমেলার ইভেন্ট ওপেন টেন্ডারে কিনে গোপনে তিনগুণ দামে বিক্রি

জেমস আব্দুর রহিম রানা: যশোরের কেশবপুরে ঐতিহ্যবাহী মধুমেলায় বিভিন্ন ইভেন্ট প্রকাশ ডাকে কিনে অবৈধভাবে তিনগুণ বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। ইতিমধ্যে এসব বিষয়ে

পিছু হটছে ইসরায়েলি সেনারা

ঠিকানা টিভি ডট প্রেস: ৬ মাসের ও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হাসামকে

ট্যাংকসহ নদীতে ডুবে ৫ ভারতীয় সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: চীন সীমান্তবর্তী লাদাখে ট্যাংক দুর্ঘটনায় ৫ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে লাদাখের দৌলতবেগ ওলদি এলাকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি’) কাছে। স্থানীয়

ভূঞাপুরে নির্মাণাধীন ভবন থেকে পা ফসকে শ্রমিকের মৃত্যু

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে একটি নির্মাণাধীণ ভবনে কাজ করতে গিয়ে শুক্রবার(২৬ এপ্রিল) দুপুরে ছাদ থেকে পা ফসকে নিচে পড়ে বাবুল মিয়া বাবু (৫৫)

ভিয়েতনামে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি ঘন বসতিপূর্ণ এলাকার আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালের এ ঘটনা ঘটে। এতে অন্তত

‘সংসদ ভবনে বসে এমপি সেজে ’র প্রতারণা’

নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য হিসেবে নিজেকে পরিচয় দেন শামীমুর রহমান। তাকে কল দিলে ফোনের ‘ট্রুকলারে’ ভেসে ওঠে ‘এমপি মিজানুর’। অথচ তিনি সংসদ সদস্যই নন। সংসদ