এবার গ্রাহকের সাড়ে ৩শত কোটি টাকা নিয়ে উদাও হয়ে গেছেন ‘আনন্দের বাজার’ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ খন্দকার মিঠু।
রাজধানীর গুলশান এলাকার ১নং সার্কেলের জব্বার টাওয়ারের অফিসটি এখন ফাঁকা। একরাতেই গুটিয়ে ফেলেছেন অফিস। সরিয়ে নিয়েছেন অফিসের মূল্যবান সব জিনিসপত্র।
রেজমিনে গিয়ে দেখা যায়, ফাঁকা অফিসে সব কিছু এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। গুরুত্বপূর্ণ ও দামি জিনিসপত্র সরানো হয়েছে রাতেই। প্রায় দেড়শো কর্মীর কাউ কেউ খোঁজে পাওয়া গেলো না অফিসটিতে। এদিকে পণ্য না পেয়ে খালি অফিসের সামনে ঘোরাঘুরি করতে দেখা গেছে হতাশাগ্রস্ত গ্রাহকদের।
মঙ্গলবার বিকালে ‘আনন্দের বাজার’ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ খন্দকার মিঠু এক ফেসবুক লাইভে বলেন, আমাকে মামলা মোকদ্দমার ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। আমি গ্রাহকের এক টাকাও ফেরত দিবো না। ক্রেতাদের জন্য এই প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। আমার টাকা গেছে এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই বলেও জানান তিনি।
ধারণা করা হচ্ছে, আজই দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি। তারপর এসেছেন ফেসবুক লাইভে।