আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্টে হামলা ছাড়াও দেশটির সামারা অঞ্চলে একটি তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। এর ফলে তেল শোধনাগারটিতে লাগা আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।
শনিবার (২৩ মার্চ’) আঞ্চলিক গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।
গভর্নর দিমিত্রি আজারভ টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, যে তার আঞ্চলিক তেল শোধনাগারে বেশ কয়েকটি ড্রোন হামলা হয়েছে।
তিনি বলেন, হামলার ঘটনায় কুইভিশেভ তেল শোধনাগারে আগুন ছড়িয়ে পড়ে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, রাশিয়ার সামারা অঞ্চলের বড় তেল শোধনাগার এটি। যেটি পরিচালনার দায়িত্বে রয়েছে রোসনেফ্ট। বছরে সাত মিলিয়ন টন তেল উৎপাদন করতে পারে এটি।
তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে অধিকাংশ ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করেছে ইউক্রেন। এতে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে।’