মমতাজ বেগমের স্বামী ডা. এ এস এম মঈন হাসানের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
ঘটনা ঘটার ৪ দিন পর ২৭ আগস্ট লিখিত অভিযোগ করেন শিল্পি মমতাজের স্বামী ডা. এ এস এম মইন হাসান।
মমতাজের স্বামী জানান, ২৭ আগস্ট বিকেলে নিজের গাড়িতে ঢাকায় যাওয়ার জন্য বের হন। অটোরিকশা থেকে বেশ কয়েকজন লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে নেমে তার গাড়িতে হামলা করে। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি আহত হন।
মমতাজের স্বামীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ে নেমেছে পুলিশ।