এবার বিএনপিতে গণপদত্যাগের শঙ্কা’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির পর এবার বিএনপিতে গণ পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলের সীমাহীন ব্যর্থ নেতৃত্ব, অযোগ্যতা এবং নেতাকর্মীদের খোঁজখবর না নেওয়া ইত্যাদি নানা অভিযোগে পদত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছে। ইতোমধ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অনেকে পদত্যাগের ব্যাপারে আগ্রহ জানিয়েছেন। আজ ছিল বিএনপির কালো পতাকা মিছিলের কর্মসূচি। এই কর্মসূচিতে অধিকাংশ স্থানে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল হতাশাজনক। তাদের এই কর্মসূচি নিয়ে কোন আগ্রহ ছিল না।

বিএনপির তৃণমূলের নেতারা বলছেন, যখন আমরা এক দফা আন্দোলনের কর্মসূচি দিয়েছি, তখন এই কালো পতাকা কর্মসূচি দেওয়া অর্থ কী? বিএনপির নেতারা বলছেন, বিএনপি এখন বিএনপির কর্মসূচি মানছে না। নির্বাচনের আগে বিএনপির নেতৃত্ব থেকে নির্দেশ এসেছিল কেউ যেন আদালতে না যায়, জামিন গ্রহণ না করে এবং সরকারকে অসহযোগিতা করে। কিন্তু সেই অসহযোগ আন্দোলনের ডাক উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীদের এখন আদালত পাড়ায় ভিড় বেড়েছে। আগাম জামিন নেওয়া, জেল থেকে মুক্ত করার জন্য বিএনপির নেতাদের প্রতিযোগিতা শুরু হচ্ছে’।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, নির্বাচনের পর আন্দোলন অব্যাহত থাকবে। কিন্তু নির্বাচনের পর সরকার গঠিত হয়েছে এবং সরকার গঠিত হওয়ার দু সপ্তাহ পরে বিএনপির কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি বিএনপির অনেক নেতাদের কাছে হাস্যকর। তারা বলছেন, এই ধরনের কর্মসূচির দিয়ে আর যাই হোক, সরকারের পতন ঘটানো অসম্ভব ব্যাপার হবে।

বিএনপির কোনো কোনো নেতা বলছেন, বিএনপির শীর্ষ নেতাদের থেকে আশ্বাস দেওয়া হয়েছিল নির্বাচনের পরপরই মার্কিন নিষেধাজ্ঞা আসবে। বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। কিন্তু নির্বাচনের পরে দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কোন ধরনের নিষেধাজ্ঞায় দিচ্ছে না। ফলে বিএনপি ভুল পথে পরিচালিত হচ্ছে বলেও অনেকে মনে করেন।’

বিএনপির স্থানীয় পর্যায়ে একাধিক নেতা বলছেন, দলের যে ধরনের কর্মকাণ্ড, তাতে তারা হতাশ হচ্ছেন এবং এভাবে আন্দোলনের কর্মসূচি পালন করে কোন কিছু অর্জন করা সম্ভব নয়। আর এই কারণেই তারা পদত্যাগের কথা ভাবছেন। বিএনপির নেতাকর্মীরা মনে করেন, ২০১৮ সালের নির্বাচনে বিপর্যয়ের পর এই শীর্ষ নেতাদের পদত্যাগ করা উচিত ছিল। অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বকে সামনে আনা উচিত ছিল এবং দলের খোলনলচে পাল্টে ফেলা দরকার ছিল। কিন্তু বাস্তবে সেটি করা হয়নি। যে কারণে এখন বিএনপিতে নতুন করে হতাশা নেমে এসেছে। বিএনপির মধ্যে নতুন প্রশ্ন সৃষ্টি হয়েছে। কিসের জন্য রাজনীতি করছে, কারা রাজনীতি করছে এই বিষয়টি নিয়ে এখন বিএনপিতে চলছে নানারকম বিতর্ক এবং আলাপ-আলোচনা। এরকম বাস্তবতায় বিএনপির হতাশ নেতাকর্মীরা রাজনীতি ছেড়ে দেয়া বা পদত্যাগের কথা ভাবছেন। বিএনপিতে ইতোমধ্যে বেশ কয়েকজন নেতা তাদের পদত্যাগের আগ্রহের কথা জানিয়েছেন।’

বিএনপির একজন নেতা বলছেন, দলের মাঠ পর্যায়ের নেতারা সামান্য ভুল করলেই তাদের পদ কেড়ে নেয়া হচ্ছে, দল থেকে বহিষ্কার করা হচ্ছে। কিন্তু শীর্ষ নেতারা যখন ভুল পথ দেখাচ্ছেন, ভুল রাজনীতি করছেন তখন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। আসলে বিএনপি কী অর্জন করতে চায়, কোথায় যেতে চায় সেই বিষয়টি এখন পর্যন্ত স্পষ্ট নয়। আর এ কারণেই হতাশা থেকে খুব শিগগিরই বিএনপিতে গণপদত্যাগের হিড়িক শুরু হবে বলেই একাধিক সূত্র আভাস দিয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুমিল্লায় একই স্থানে ছাত্রলীগ ও কোটা বিরোধীদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার কান্দিরপড়া পূবালী চত্বরে ‘শান্তি সমাবেশ’ করতে অবস্থান নিয়েছে কুমিল্লা মহানগর ছাত্রলীগ। একই স্থানে সমবেত হওয়ার কথা ছিলো কোটাবিরোধী শিক্ষার্থীদের। আজ রোববার (১৪

জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেনের মতবিনিময়

নজরুল ইসলাম,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা, অস্ট্রেলিয়ান প্রবাসী প্রকৌশলী কামাল হোসেন রায়গঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৭ফেব্রুয়ারী) দিনভর রায়গঞ্জ উপজেলা

গ্যাসের তীব্র সংকট: দ্রুত উন্নতির সম্ভাবনা কম’

নিজস্ব প্রতিবেদক: গ্যাসের তীব্র সংকটে রাজধানীসহ দেশের অনেকস্থানে নিত্যপ্রয়োজনেও দিনের অধিকাংশ সময় আগুন জ্বলছে না। এছাড়াও সাময়িকভাবে বন্ধ হয়েছে সারসহ বিভিন্ন শিল্পকারখানা। এই সংকট থেকে

বাংলাদেশ সীমান্তে হঠাৎ ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন এবং দুই দেশের সীমান্তে উত্তেজনার মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী

শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছে। জানাগেছে,উপজেলার রুপবাটি ইউনিয়নের বড় ধনাইল গ্রামে জমিজমা সংক্রান্ত

ছাত্রদল অফিসে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী হামলা-ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা বুড়িচং উপজেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। এ ঘটনায় বুধবার বিকেলে যুবলীগ ও