নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর আমির মো. আবুল কালাম বিশ্বাস বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আর কখনোই পুরাতন বাংলাদেশে ফিরে যাবে না। আওয়ামী লীগের পালিয়ে থাকা বাহিনীরা এদেশের মুক্তিকামী মানুষের ক্ষতিকরার জন্য বারবার অপচেষ্টা চালিয়েছে কিন্তু কোন বারই তারা সফল হতে পারে নাই আর ভবিষ্যতেও পারবে না।
এদেশের হিন্দু সম্প্রদায়কে তারা ভুল বোঝাতে চেয়েছিল কিন্তু আমাদের প্রিয় হিন্দু ভাই ও বোনেরা সেটা বুঝতে পেরে তাদের ফাঁদে পা দেন নাই। অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র জনতা আগাছা দমনে বদ্ধপরিকর। সকল আগাছা দমন করার পর নির্বাচনের পরিবেশ তৈরি হলে নির্বাচন দিলে তার পর আমরা অংশগ্রহণ করব।
আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনারা মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চেয়ে নেন। সাথে এদেশের সাধারণ মানুষের কাছেও ক্ষমা নিয়ে পুনরায় রাজনৈতিক পথে হাটেন।
সোমবার (২ সেপ্টেম্বর) বাদ আছর পর উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এক শান্তি মিছিল শেষে বড় সমিতির সামনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
চান্দাইকোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ডা: মো: জাকারিয়া হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো: সাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি খোরশেদ আলম।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।