এত অপরিচিত হয়ে গেলেন : শাকিবকে বুবলি

প্রেম করে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। তাদের সেই সংসারে জন্ম নিয়েছে একটি ফুটফুটে পুত্র সন্তান। যার নাম শেহজাদ খান বীর।

তবে লুকিয়ে বিয়ে ও দীর্ঘদিন সংসারের তথ্য প্রকাশ্যে আনার পর এই জুটির দাম্পত্য জীবনে টানাপড়েন শুরু হয়। একে অন্যকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়।

এরই মধ্যে শাকিব খান জানান, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে তার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে সন্তানের কারণে যা করণীয়, শুধুমাত্র ততটুকুই হবে। এর বাইরে আর কিছু নয়। সেই সঙ্গে বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে শাকিব বলেন, ‘বুবলীকে আমার সঙ্গে অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও আর দেখা যাবে না। কারণ, আর কোনো দিন বুবলীর সঙ্গে কোনো সিনেমায় স্ক্রিন শেয়ার করতে চাই না।’

শাকিবের এসব মন্তব্যের পরে বুবলী জানান, সংসারটা টিকিয়ে রাখার সকল চেষ্টাই করেছিলেন। এই নায়িকা আরো জানান, শাকিব যেই মন্তব্যই করুক না কেন, তার প্রতি সম্মানের জায়গাটা টিকিয়ে রাখতে চান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীকে প্রশ্ন করা হয়, শাকিবের সঙ্গে সংসার করা হবে কি-না? জবাবে নায়িকা বলেন, ‘আমার জায়গা থেকে, সে আমাকে যেভাবে অসম্মান করেছে, যেভাবে আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচারগুলো করছে; আমার সবচেয়ে খারাপ লেগেছে একটা বিষয়— যে মানুষটার জন্য কিছু মানুষ আমাকে ভুল ভেবেছে, সেই মানুষটাকে হয়তো বিশ্বাস করে আমি ভুল করেছি। কিন্তু সেই মানুষটার শেল্টারটাই তো আমার সবচেয়ে বড় প্রয়োজন ছিল।’

বুবলী যোগ করেন, ‘অথচ উনি আমার সঙ্গে যে কাজটা করলেন এবং আমি আমার বাচ্চাকে নিয়ে বেঁচে থাকার জন্য যে কাজ করছি, সেই কাজের জায়গাগুলোতেই তিনি অন্যরকম অবস্থা তৈরি করছেন। সবাইকে একটা ভুল বার্তা দিচ্ছেন, ভুলভাবে নিউজগুলো করছে, তো ওখানেও আমি স্ট্রাগল করব, আমি কোথায় যাব তা হলে?’

শাকিবকে উদ্দেশে করে কিছু প্রশ্ন রেখে এই নায়িকা বলেন, ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি? আমাকে তো আপনি খুব ভালো করে চিনেন। কেনো এগুলো করছেন? আপনার কোনো সিদ্ধান্ত থাকলে সেটি আপনি আপনার মতো করে নিন। আমি চাই না, বিষয়গুলো কোনো নোংরামির দিকে যাক। আপনি তো বলেন শেহজাদের মা হিসেবে আমাকে সম্মান করেন। সেটা তো আপনি আপনার কার্যক্রমে প্রমাণ করবেন। আপনি যেই কাজগুলো করছেন সেগুলো কি ঠিক হচ্ছে?’

সবশেষ এই নায়কের প্রতি অনুরোধ রেখে বুবলী বলেন, ‘একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন, শিল্পী শাকিব খান না সুপারস্টার শাকিব খান না ব্যক্তি শাকিব খান হিসেবে একটা রুমে বসে চিন্তা করবেন। অনুরোধ করছি, কোনো মিথ্যা অপপ্রচার দিয়ে আমাদের শেহজাদকে আর অপমান করবেন না। আপনি আমার কাছ থেকে অনেক অপরিচিত হয়ে গেছেন। তবুও চেষ্টা করে গেছি সব ঠিক করার। আপনি আপনার মতো ভালো থাকুন, আমাকে ও আমার সন্তানকে একটু সুস্থভাবে বাঁচতে দিন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা’

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো

জন্ম-মৃত্যুর নিবন্ধনে পরপর তিনবার দেশসেরা ডিডিএলজি তোফাজ্জল হোসেন

আব্দুল জলিল কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ দেশে জন্ম-মৃত্যুর নিবন্ধন কার্যক্রমে পর পর তিনবার দেশসেরার পুরস্কারের জন্যে মনোনীত হয়েছেন ডিডিএলজি তোফাজ্জল হোসেন। তিনি সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে

সিনেমা দেখলেই বিরিয়ানির প্যাকেট ফ্রি

নিজস্ব প্রতিবেদক: গত এক দশক ধরে বন্ধ ছিল বগুড়ার ধুনট উপজেলা সদরের ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল। শনিবার (২০ এপ্রিল) দুপুরে চালু করেই দর্শক টানতে অভিনব

মুক্তিযোদ্ধা হয়েও কোটা বাতিলের পক্ষে সোহেল রানা

ঠিকানা টিভি ডট প্রেস: বর্তমানে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে চলছে তীব্র আন্দোলন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে দফায় দফায় আন্দোলন করছেন এবং

তিন প্রকৌশলীর গোপন সমঝোতায় গচ্চা ৫শ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ফসল রক্ষার নামে লুটপাট। হাওড়াঞ্চলে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যয়বহুল কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা যাবে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় প্রতিদিনই এই

ভারতে বিমান বিধ্বস্তে অন্তত ১৩৩ জন নিহত

অনলাইন ডেস্ক: ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে,