আন্তর্জাতিক ডেস্ক: প্রায় এক দশক পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতীয় কোনো পররাষ্ট্রমন্ত্রী। চলতি অক্টোবরের মাঝামাঝিই হতে পারে ‘বিরল’ এই সফর। আন্তঃসরকার সংস্থা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে (এসসিও) যোগ দিতে বৈরী সম্পর্কের দেশটি সফর করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। খবর এনডিটিভির।’
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ১৫ ও ১৬ অক্টোবর ইসলামাদে এসসিও’র সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী।
ভারতের কোনো মন্ত্রীর সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০১৫ সালে। ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফর ছিল সেটি। তারপর গত প্রায় ১০ বছরে ভারতের কোনো মন্ত্রী আর পাকিস্তান সফরে যাননি।
প্রসঙ্গত, এসসিও বিশ্বের বৃহত্তম আঞ্চলিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা। প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। ভারত-পাকিস্তান ছাড়াও এই সংস্থার সদস্যের তালিকায় রয়েছে রাশিয়া, চীন, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান।’