এই হামলার জন্য সম্পূর্ণভাবে দায়ী যারা হামাসকে সমর্থন করে

তিনদিন পার হয়ে চতুর্থ দিনে গড়িয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত। গত শনিবার হামাসের হামলার পর থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

আর এই হামলার জন্য যারা হামাসকে সমর্থন করে তাদের সম্পূর্ণভাবে দায়ী করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এমনকি হামাস যোদ্ধাদের সন্ত্রাসী বলেও দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতিস্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত শনিবার থেকে ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে সামরিক অভিযান শুরু করে হামাস।

হামাসের এই হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে বহু সেনাসদস্য, নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ২৫০০ ইসরায়েলি। অন্যদিকে গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন প্রায় ৭০০ ফিলিস্তিনি।

বিবিসি বলছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সোমবার সন্ধ্যায় লন্ডনের একটি সিনাগগে বক্তব্য রাখেন। সেখানে তিনি দাবি করেন, ‘যারা হামাসকে সমর্থন করে তারা এই ভয়াবহ হামলার জন্য সম্পূর্ণভাবে দায়ী। তারা মুক্তিযোদ্ধা নয়, তারা সন্ত্রাসী।’

 

তিনি আরও বলেন, ‘(হামাস-ইসরায়েল সংঘাতে) ভারসাম্যের কোনও প্রশ্নই নেই, আমি ইসরায়েলের সঙ্গে আছি।’

এমনকি যুক্তরাজ্যের ইহুদি সম্প্রদায়কে নিরাপদ রাখতে তিনি কোনও ‘কিছুতেই থামবেন না’ বলেও দাবি করেন সুনাক।

এদিকে হামাসের বিরুদ্ধে ‘ঐক্যবদ্ধ’ হয়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও জার্মানির নেতারা। বিবিসি বলছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি এবং জার্মানির নেতারা একটি বিবৃতি প্রকাশ করেছেন যেখানে ‘হামাস এবং এই গোষ্ঠীটির ভয়ঙ্কর সন্ত্রাসবাদী কার্যকলাপের দ্ব্যর্থহীন নিন্দা’ করা হয়েছে।

 

মূলত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ফোনে কথপোকথনের পর এসব দেশের যৌথ বিবৃতিটি প্রকাশিত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনও যৌক্তিকতা নেই, কোনও বৈধতা নেই এবং অবশ্যই সর্বজনীনভাবে এই হামলার নিন্দা করা উচিত।’

এতে আরও বলা হয়েছে, ‘আমাদের দেশগুলো ইসরায়েলকে এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে নিজেকে এবং তার জনগণকে রক্ষা করার প্রচেষ্টায় সমর্থন করবে। আমরা সবাই ফিলিস্তিনি জনগণের বৈধ আকাঙ্ক্ষাকে স্বীকার করি এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য সমানভাবে ন্যায়বিচার ও স্বাধীনতার সমান পদক্ষেপকে সমর্থন করি।’

 

বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘তবে কোনও ভুল করবেন না: হামাস সেই আকাঙ্ক্ষাগুলোর প্রতিনিধিত্ব করে না এবং এই দলটি ফিলিস্তিনি জনগণের জন্য আরও সন্ত্রাস ও রক্তপাত ছাড়া আর কিছুই দেয় না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ হিসেবে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন

ঠিকানা টিভি ডট প্রেস: কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ভূষিত করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। দুপুরে উপদেষ্টা

‘বিবাহ নিবন্ধন ‘নিকাহনামা’ ফরমে সংশোধনী আসছে’

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশে মুসলিমদের বিয়ের ক্ষেত্রে নিবন্ধনের ফরম সংশোধনের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। প্রায় ৫০ বছর পর নিকাহনামার এই সংশোধনে বাদ যাচ্ছে নারীর

পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে ডিবিএ

ঠিকানা টিভি ডট প্রেস: টানা দরপতন বেহাল দশা দেশের পুঁজিবাজারে। ধারাবাহিকভাবে সূচক কমতেছেই। আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা দিন দিন বাজার থেকে আস্থা হারাচ্ছে। এমন অবস্থায় জরুরি

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে আবারও হামলা জোরদার করেছে রাশিয়া। দেশটির বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। প্রধান প্রধান শহরে ব্যাপক রুশ ক্ষেপণাস্ত্র হামলার কারণে কমপক্ষে

আটক বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিতে পূর্ণবহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহী, ২২ আগস্ট ২০২৪ বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার, আটক বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিতে পূর্ণবহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ

কোন উপদেষ্টা ব্যবহার করেন কয়টি গাড়ি

ঠিকানা টিভি ডট প্রেস: মন্ত্রীদের সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহারের বদনাম বেশ পুরোনো। ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সরকারি গাড়ি নিয়ে মন্ত্রীদের