জুয়েল রানা, উল্লাপাড়া
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তরুণীর লাশ উদ্ধার করেছে বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে গলায় ফাঁস দেয়া অবস্থায় সাদিয়া (২০) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।,
পৌর শহরের কলেজপাড়া মহল্লার একটি তিনতলা ভবনের ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকা সাদিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, সাদিয়া জেলার তাড়াশ উপজেলার চৌপাকিয়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। তিনি তামীম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করতেন।
মৃত্যু সাদিয়ার মা সাবিনা খাতুন বলেন, তামীম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কাছেই ভাড়ায় বাসায় থাকত তার মেয়ে। কেন কীভাবে এ ঘটনা ঘটল তা তিনি জানেন না।
তামীম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বলেন, প্রায় সাত মাস ধরে সাদিয়া তার হাসপাতালে চাকরি করছেন।,
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মাদ সইবুর হোসেন বলেন, সাদিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে