আপনার জানার ও বিনোদনের ঠিকানা

উল্লাপাড়ায় বাশের চটা আর পলিথিনের ঝুপড়ি ঘরে সাবিনা দম্পতির বসবাস

জুয়েল রানা, উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আড়াই বছর ধরে পাকা সড়কের ধারে সরকারী জায়গায় ঝুপড়ি ঘর তুলে সাবিনা দম্পতি বসবাস করছেন। তাদের ঝুপড়ি ঘর বাশের চটা আর পলিথিনের ছাউনির ঘর। সে ঘর এখন বেশ বেহাল দশা। সাবিনা দম্পতির সাথেই বসবাস করছেন সাবিনা খাতুনের বৃদ্ধা মা মিষ্টি খাতুন এবং বিবাহিতা মেয়ে রোজিনার পরিবার। উপজেলার সলঙ্গা ইউনিয়নের চৌবিলা গ্রামে সাবিনা খাতুনের বাবা রাহাত শেখের আগে পরিবার পরিজন নিয়ে বসবাস ছিল। নিজস্ব বসতভিটা না থাকায় তিনি গ্রামের একজনের ভিটেবাড়ীতে ঘর তুলে বসবাস করতেন বলে জানাযায়। প্রায় এক যুগ আগে রাহাত শেখ মারা গেছেন। উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের রজব আলীর সাথে রাহাত শেখের মেয়ে সাবিনা খাতুনের বিয়ে হয়েছে। আগে স্বামী রজব আলী গাছি পেশায় কাজ করতেন। এখন বয়সের ভারে তেমন কাজ করতে পারেন না। তারও নিজস্ব বসতভিটা নেই এবং দিন আয়ে সংসার চলে। তিনি আগে চৌবিলা গ্রামে শ্বশুরবাড়ীতে বসবাস করতেন।

এখন সাবিনা দম্পতি উপজেলার ধামাইলকান্দি সলঙ্গা পাকা সড়কের ধারে জগজীবনপুর আলমের দহ নামে সরকারী জায়গায় বসবাস করছেন। এ দম্পতির ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে বলে জানানো হয়। এর মধ্যে মেয়ে রোজিনা খাতুনের বিয়ে হয়েছে। তার স্বামী রঞ্জু আহমেদ দিন হাজিরায় নানা পেশায় মজুরী খাটেন। সে টাকায় সংসার চালান । তার নিজস্ব বসতভিটা না থাকায় সে স্ত্রী-সন্তান নিয়ে আলমের দহ এলাকায় শ্বশুরবাড়ীতে বসবাস করছেন।

জগজীবনপুর আলমের দহ এলাকায় সাবিনা দম্পতির বসতবাড়ীর রাস্তা দিয়ে প্রায় অনেকেই চলাচল করে কিন্ত নজরে আসলেও সহযোগিতা করেন নি কেউ। সড়কের ধারে সরকারী জায়গায় বসতঘর বলতে ভাঙাচোরা টিন, বাশের চটা , চাটাই পলিথিনের ছাউনির দুটি ছাপড়া ঘরে সাবিনা খাতুন দম্পতি এবং তাদের মেয়ে রোজিনা দম্পতি বসবাস করছেন। তারা প্রায় আড়াই বছর ধরে এখানে বসবাস করছেন। সাবিনা খাতুনের মা প্রায় পচাত্তর বছর বয়সী মিষ্টি খাতুন এখন বয়সের ভারে তেমন চলাচল করতে পারেন না। সাবিনা খাতুন বলেন, তার পিতার নিজস্ব বসতভিটা ছিলো না বলে বছরের পর বছর বিভিন্নজনের আশ্রয়ে বসবাস করেছেন। আবার তাকে বিয়ে দেওয়া হলে তার স্বামীরও নিজস্ব বসতভিটা ছিলোনা। সাবিনার নিজের মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে।

বসতভিটে না থাকা একজনের সঙ্গে তাদের বসতী ঘরগুলো এখন বেশ বেহাল দশা, মেরামত করার মত টাকা নেই । ঝড় বৃষ্টির দিন সামনে, তাদের চিন্তা একটাই বড় ভয়, ঝড় হাওয়ার কবলে বসতঘরের ক্ষতি হবে। তাই জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন অসহায় গরিব পরিবার টি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কোটা আন্দোলনে নিহত যত শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এ পর্যন্ত দুইশরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি মারা গেছে

পরমাণু শক্তিতে চীনের চেয়ে ১৫ বছর পিছিয়ে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: উচ্চ প্রযুক্তির পারমাণবিক শক্তির ক্ষেত্রে চীনের চেয়ে ১৫ বছর পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র। সোমবার ওয়াশিংটন-ভিত্তিক গবেষণা ইনস্টিটিউট ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফাউন্ডেশনের গবেষণায় এ

‘আমলাদের ক্ষমতা কমছে’

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে ৩ মাসের কম সময় হলো। নতুন সরকারে মন্ত্রীদের মধ্যে রাজনৈতিক পরিচিতি রয়েছে বেশীর ভাগের। রাজনৈতিক পরিচিত মুখদেরকে মন্ত্রীসভায়

যুক্তরাষ্ট্রে ভেঙে পড়ল এলিভেটেড ওয়াকওয়ে, আহত ২১

যুক্তরাষ্ট্রে একটি এলিভেটেড ওয়াকওয়ে ভেঙে পড়েছে। এতে ২১ জন আহত হয়েছেন। আহতদের সবাই কিশোর এবং তাদের মধ্যে পাঁচজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময়

বগুড়ায় নারী চিকিৎসকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে ডা. রুমানা শারমিন রূম্পা (৪২) নামে বগুড়ায় এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। ওই চিকিৎসক বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট

মসজিদে আশ্রয় নিলেন বন্যাদুর্গত হিন্দু সম্প্রদায়রা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চান্দেরবাগ গ্রামের বন্য কবলিত হিন্দু সম্প্রদায়ের লোকজন আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী গ্রামের একটি মসজিদে। জানা গেছে, চান্দেরবাগ গ্রামটি চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী