‘উপজেলা নির্বাচনে অংশ নেবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: গত কয়েক বছর ধরে সব নির্বাচন বয়কট করেছে বিএনপি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করার সঙ্গেই হরতালের ডাক দিয়েছিল বিএনপি। কিন্তু এবার নিজেদের অবস্থান বদল করতে পারে বিএনপি। দলের অনেক নেতাই মনে করছেন নির্বাচন বয়কট করার যে সিদ্ধান্ত তা পরিবর্তন করার সময় এসেছে। সামনেই বাংলাদেশের উপজেলা পরিষদ নির্বাচন। তার আগেই নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপিতে দুধরনের মত তৈরি হয়েছে। এবার নির্বাচনে যাওয়ার পক্ষে দলের একাংশের অবস্থান জোরালো হচ্ছে। এইসঙ্গেই হরতাল-অবরোধের মতন পদক্ষেপ না নেওয়ার পক্ষেও মত দিচ্ছেন অনেকেই। আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যদিও দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন ঘোষণা দেওয়া হয়নি। তবে এ ব্যাপারে দলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং কোন আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হবে না বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে। তবে বিএনপির এই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনী কৌশলের ওপর।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বলছে, মূলত দুটি কারণে হাইকমান্ড এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এর একটি কারণ হলো এবার আওয়ামী লীগ ‍উপজেলা নির্বাচন উন্মূক্ত রাখবে এবং কাউকে নৌকা প্রতীক দেবে না বলে একটি গুঞ্জন রয়েছে। অর্থাৎ দলীয় প্রতীকে এবার আর উপজেলা নির্বাচন হবে না। আগের মতো বিভিন্ন প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠান হবে এমন একটি আলোচনা আওয়ামী লীগের মধ্যে শোনা যাচ্ছে। আর শেষ পর্যন্ত যদি এমনটি হয় তাহলে বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে বিএনপি তাদের প্রার্থীদের ব্যাপারে উদার নীতি গ্রহণ করবে। অর্থাৎ যারা নিবাচন করবে তাদের বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না।’

বিএনপির নির্বাচনে যাওয়ার আরেকটি কারণ হলো সংগঠন গোছানো। বিএনপি মনে করছে যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না এবং দলীয় প্রতীকে নির্বাচন না হলে বিএনপির আগ্রহী প্রার্থীদের দল উপেক্ষাও করবে না। এর ফলে তৃণমূলে সংগঠন গোছানোর একটি বড় সুযোগ পাবে। কারণ এমনিতেই গ্রেপ্তার মামলায় বিএনপি এখন বিপর্যস্ত। দলের সাংগঠনিক অবস্থা ভেঙে পড়েছে। এমন অবস্থায় নেতাকর্মীরা নির্বাচন করার সুযোগ পেলে তৃণমূলের সাংগঠনিক অবস্থা শক্তিশালী হবে। নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হওয়ার সুযোগ পাবে।

বিএনপি মনে করছে, নির্বাচনে অংশগ্রহণ না করে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাধারণ মানুষের কাছে থেকে সরে যাচ্ছে বিএনপি। নির্বাচনে অংশ নিলে বিএনপির রাজনীতিতে চাঙ্গাভাব ফিরে আসবে। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। এর মাধ্যমে বিএনপি স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পারবে। বিএনপি উপজেলা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হলে দলের নেতাকর্মীরা আবার সক্রিয় হওয়ার সুযোগ পাবেন। এবার উপজেলা নির্বাচনে না গেলে যে ভুল হবে তা কাটিয়ে ওঠা বিএনপির জন্য কঠিন হবে।

তবে উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনী কৌশলের ওপর। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আওয়ামী লীগ তার কি কৌশল গ্রহণ করে। আওয়ামী লীগ কি দলীয় প্রতীকে নির্বাচন করবে নাকি আগের মতোই নির্বাচন উন্মূক্ত রাখবে সেটাই এখন দেখার বিষয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনা সেতুর পশ্চিম প্রান্তে ৪ কিমি যানজট, ঈদ-পরবর্তী যাত্রায় ভোগান্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢলে সিরাজগঞ্জ অংশে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ জুন)

নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী অক্টোবরেই জাতীয় নির্বাচনের সিডিউল (তফসিল) ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), এ এম এম নাসির উদ্দীন। বাংলাদেশে নিযুক্ত

সলঙ্গায় অবাধে কাটা হচ্ছে মাটি, তোলা হচ্ছে বালু’ নিরব প্রসাশন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফুলজোর নদীর বকুল তলা এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদীর মাটি কেটে বিক্রি করে আসছে একটি প্রভাবশালী

মিরপুরে অটোরিকশা চালকদের হামলার ঘটনায় গ্রেপ্তার ৪২

নিজস্ব প্রতিবেদক: সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে গতকাল রাজধানীর মিরপুর এলাকায় বিক্ষোভ করেন অটোরিকশার চালকেরা। সেই বিক্ষোভ থেকে মিরপুরের কয়েকটি পুলিশ বক্সে হামলা, অগ্নিসংযোগ ও

গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রেমিকসহ অভিনেত্রীর মৃত্যু

দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলেন মহারাষ্ট্রের জনপ্রিয় মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপান্ডে (২৫)। গত ১৫ সেপ্টেম্বর প্রেমিক ও হবু বর শুভম দাদগেরের সঙ্গে ছুটি কাটাতে গোয়ায়

সোনালী ব্যাংকের সি: প্রিন্সিপাল অফিসার শরিফুল ইসলামের যোগদান 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সোনালী ব্যাংক খাষকাউলিয়া লিমিটেডের প্রিন্সিপাল অফিসার মো. শরিফুল ইসলাম সম্প্রতি সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে পদোন্নতি লাভ করে এ ব্যাংকের সিরাজগঞ্জ কার্যালয়, তবে