উন্নত জাতের গাভী পালন প্রযুক্তি আহরণে  ৬৪ জেলার খামারীদের গো-বাথান পরিদর্শন  

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দুগ্ধবতী উন্নত জাতের গাভী পালন প্রযুক্তি জ্ঞান হাতে কলমে আহরণের উদ্দেশ্যে দেশের ৬৪ জেলার প্রান্তিক গো খামার মালিকরা রবিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি এলাকার অর্ধশত গো-বাথান পরিদর্শন করেছেন। এছাড়া রাউতারা গরুর গবর থেকে উৎপাদিত বায়োগ্যাস প্লান্ট, বাঘাবাড়ি মিল্কভিটা কারখানা গুরো দুধ তৈরী প্লান্ট ও বাঘাবাড়ি প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছেন। দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের এ প্রশিক্ষণ এদিন সকাল থেকে শুরু হয়েছে। চার পর্বে ৬৪ জেলার মোট ১২০ জন প্রান্তক খামারি এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করছে। বেসরকারি সংস্থা আশা এই প্রশিক্ষণের আয়োজন করেছে। এ প্রশিক্ষণে অংশ নেয়া দেশের প্রান্তক ডেইরী খামারীরা এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ শেষে নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে নিজেদের খামারে উন্নত জাতের গাভী লালন পালন করে আরও অধিক লাভবান হওয়ার পাশাপাশি উন্নত জাতের গাভী পালন করে এলাকার বেকার যুবক যুবতীরা যাতে তাদের বেকারত্ব দূর করতে পারে সে বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন।

এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, আশার পরিচালক (প্রোগ্রাম) মো: হামিদুল ইসলাম। এ সময় ডেপুটি ডাইরেক্টর মো: খুরশীদ আলম, শাহজাদপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে খামারীরা বলেন, এ প্রশিক্ষণ গ্রহণ করে আমরা উন্নত জাতের গাভী পালনের বৈজ্ঞানিক পদ্ধতি শিখছি। এ পদ্ধতি কাজে লাগিয়ে আমরা আমাদের খামারে উন্নত জাতের গাভী পালন করে অধিক পরিমাণ লাভবান হওয়ার পাশাপাশি এলাকার বেকার যুবকদের উন্নত জাতের গাভী পালন করে বেকারত্ব দূর করে সাবলম্বী হতে সহযোগিতা করবো। ফলে আমাদের এলাকার বেকারত্ব দূর হয়ে অনেক নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। অপরদিকে দেশে শিশুখাদ্য ও পুষ্টির অভাব পীরণে সহায়ক ভূমিকা রাখবে। ফলে আমাদের দেশে বিদেশ থেকে দুধ আমদানির পরিবর্তে রপ্তানি বৃদ্ধি পাবে। আমরা আথিক ভাবে আরও অধিক লাভবান হবো।

এ বিষয়ে আশার পরিচালক (প্রোগ্রাম) মো: হামিদুল ইসলাম বলেন, বেসরকারি সংস্থা আশা ২০১৬ সাল থেকে দেশে দুধের উৎপাদন বৃদ্ধির লক্ষে দেশের ৬৪ জেলার প্রান্তিক খামারীদের উন্নত জাতের গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। ফলে প্রান্তিক খামারিদের ভবিষ্যত মান উন্নয়নের পাশাপাশি দুগ্ধবতি খামার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারিরা এ প্রশিক্ষণের মাধ্যমে উন্নত জাতের গাভী পালনে হাতে কলমে শিক্ষা গস্খহণ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছে। তারা এদিন রেশমবাড়ি এলাকার অর্ধশত গো- বাথান, গবাদিপশুর হাট-বাজার, সুষম খাদ্য ব্যবস্থাপনা, বাঘাবাড়ি মিল্কভিটা দুগ্ধ করখানা ও বাঘাবাড়ি প্রাণি সম্পদ গবেষণা কেন্দ্র পরিদর্শন করে সম্মক ধারণা অর্জন করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশে ‘পাঠান’: প্রথম দিন যেমন গেল

ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা সিনেমা হলসহ ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড তারকা শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। আট বছর পর দেশের প্রেক্ষাগৃহে কোনো

‘নির্বাচন বাতিলে ত্রিমুখী ষড়যন্ত্র’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের পরপর নতুন সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বাতিল করার ষড়যন্ত্র এখনও চলছে। আর সেই ষড়যন্ত্র এখন দৃশ্যমান হয়েছে। বিভিন্ন

জনগনের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা যাবেনা -মঈন খান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি নাই- নতুন ভোটাররা জীবনে একবারও ভোট

দেশ ত্যাগে ড. ইউনূসের আবেদন’

নিজস্ব প্রতিবেদক: দেশের বাইরে যেতে চেয়ে আদালতে আবেদন করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১০ মার্চ’) শ্রম আপিল ট্রাইব্যুনালে এই আবেদন করেন তিনি। তার

সিলেটে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুরে পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তারা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন৷ পথে

সংঘর্ষে জড়াল বিএনপির দু’পক্ষ, আসামি আ. লীগ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা। করে পাল্টাপাল্টি মামলা। তবে আসামির তালিকায় আছে আওয়ামী লীগের নেতাকর্মীর নাম। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।