নিউজ ডেস্ক: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু থেকে সদর উপজেলার রসুলপুর এলাকা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১২ জুন’) ভোর রাত থেকে এ যানজটের সৃষ্টি হয়।
চালকরা জানান, ঈদ ঘনিয়ে আসায় এবার যানজট তৈরির আশঙ্কা রয়েছে। শুরু থেকেই যে অবস্থা তাতে সামনে আরও যানজট হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সড়ক দুর্ঘটনা ও গরুর ট্রাকের কারণে যানবাহনের চাপ বেড়েছে। গরুর ট্রাক ধীরগতিতে চলাচল করে। ঢাকায় গরু নামিয়ে আবার উত্তরে রওনা হওয়ায় এ যানজট শুরু হয়েছে। এ ছাড়া ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গের অনেক জেলার মানুষ পরিবার নিয়ে আগেই বাড়ি যাচ্ছেন।
তবে যানজট নিরসনে পুলিশ তৎপর রয়েছে।’