রেজাউল করিম, স্টাফ রিপোর্টার” সিরাজগঞ্জঃ জেলার বেলকুচিতে দুস্থ অসহায় ৫০জন মানুষদের বাড়িতে বাড়িতে ঈদ উপহার নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া। ঈদ উপলক্ষে দুস্থ অসহায়র মানুষের কথা চিন্তা করে বুধবার (১০ এপ্রিল) গভীর রাতে ঈদ উপহার সামগ্রী নিয়ে ছুটে যান উপজেলার ক্ষিদ্রমাটিয়া গরুহাটি রাস্তার পাশে থাকা দুস্থ অসহায় মানুষদের বাড়িতে বাড়িতে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এসময় ইউএনও আফিয়া সুলতানা কেয়ার সঙ্গে ছিলেন আনছার সদস্যরা। রাস্তার পাশে থাকা অসহায় মানুষ গুলো বলেন, হঠাৎ করে ইউএনও স্যার গভীর রাতে আমাদের ক্ষিদ্রমাটিয়ার গরুহাটি এলাকায় সবার বাড়ী বাড়ী উপস্থিত হন। আমাদের সবার হাতে ঈদ উপহার দেন। এতে আমরা এতো বেশি খুশি হয়েছি যে ভাষায় প্রকাশ করতে পারছিনা । ঈদের আগের দিন গভীর রাতে ইউএনও স্যারের হাত থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে অসহায় দুঃস্থ মানুষেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার এমন মানবিক কর্মকান্ড শুনে তাকে সাধুবাদ জানিয়েছেন বেলকুচি উপজেলার সর্বস্তরের মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া বলেন, সমাজের বিত্তবানেরা এগিয়ে এলে দুঃস্থরাও একসাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের এ ঈদ সামগ্রী পাঠিয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ১ কেজি লবন, মরিচের গুড়া, হলুদের গুড়া, ধনিয়া গুড়া দেওয়া হয়।
মান্দায় ভটভটির ধাক্কায় আওয়ামীলীগ নেতা নিহত
আল আমিন স্বাধীন মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাছবাহী একটি ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার(২৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে