আপনার জানার ও বিনোদনের ঠিকানা

ঈদের পর উত্তপ্ত হতে পারে রাজনীতি’

নিজস্ব প্রতিবেদক: ঈদের পরই শুরু হচ্ছে উপজেলা নির্বাচন। পাশাপাশি নতুন সরকার প্রথমবারের মতো বাজেট দিতে যাচ্ছে। আর এই সমস্ত কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাঁচটি কারণে ঈদের পর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এর মধ্যে রয়েছে।

১. উপজেলা নির্বাচন: ইতিমধ্যে দুই দফার উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সামনে আরও অন্যান্য উপজেলাগুলোর তফসিল ঘোষণা করা হবে। উপজেলা নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। ইতিমধ্যে আওয়ামী লীগ পরস্পর পরস্পরের মুখোমুখি হয়েছে। উপজেলা নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বিভক্তি সহিংসতায় রূপ নিতে পারে। তাছাড়া এই উপজেলা নির্বাচনে এবার বিএনপি, জামায়াত এবং জাতীয় পার্টির স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করছে। নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে এটিকে বিএনপি এবং জামায়াত ইস্যু করবে বলেও ধারণা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে উপজেলা নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠ পুরো মে মাস জুড়ে উত্তপ্ত থাকতে পারে।

২. লোডশেডিং, বিদ্যুৎ সংকট: গরম আসতে না আসতেই গ্রাম অঞ্চলে তীব্র লোডশেডিং শুরু হয়েছে। বিদ্যুৎ বিভাগের সূত্রগুলো বলছে, সামনের দিনগুলোতে ঢাকাতেও ভয়াবহ লোডশেডিং তৈরি হতে পারে। অর্থনৈতিক সংকটের কারণে জ্বালানি আমদানিতে বিলম্ব এবং জ্বালানি আমদানিতে সাশ্রয় নীতি অনুসরণ করার ফলে বিদ্যুৎ সংকট প্রবল আকার ধারণ করতে পারে এবং এরকম পরিস্থিতিতে একটা আন্দোলনের প্রবেশমুখ উন্মুক্ত হতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছে। বিশেষ করে বিরোধী দলগুলো বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আন্দোলনের জন্য সাধারণ মানুষের সমর্থন পাবেন বলে অনেকেই ধারণা করছেন।

৩. বাজেট: সরকার অর্থনৈতিক সংকটের মধ্যে আছে। এ কথা অস্বীকার করার কোন উপায় নেই। এই অর্থনৈতিক সংকটের মধ্যেই সরকার কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করছে। তার যেমন ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ব্যাংক একীভূত করা হচ্ছে। খেলাপি ঋণ কমানোর জন্য চেষ্টা করছে। ভর্তুকি কমানোই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ রকম পরিস্থিতিতে আসন্ন বাজেটে আয়করের হার বাড়াতে পারে, ভ্যাটের পরিধি বাড়তে পারে। এটি বিরোধী দলের হাতে একটি ইস্যু তৈরি করে দিতে পারে বলে অনেকে মনে করছেন। এর ফলে বিরোধী রাজনৈতিক দলগুলো নতুন করে আন্দোলন শুরু করতে পারে। বাজেট কেন্দ্রিক একটি আন্দোলন বিশেষ করে ঋণ খেলাপিদের বিচার, অর্থপাচারকারীদের চিহ্নিত করা, মুদ্রাস্ফীতি কমানো এবং ব্যাংকের শৃংখলা ফেরানোর দাবিতে সরকার বিরোধী আন্দোলন নতুন গতি পেতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকের ধারণা।

৪. দ্রব্যমূল্য পরিস্থিতি: দ্রব্যমূল্য পরিস্থিতি একটি ভয়ঙ্কর আকার করেছে এবং এখানে এক ধরনের স্বেচ্ছারিতা চলছে দ্রব্যমূল্য নিয়ে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে সামনের দিনগুলোতে এটি নিয়ে বিরোধী দলগুলো ইস্যু করবে এবং নতুন করে এই বিষয়ে আন্দোলন গড়ে তুলার চেষ্টা করবে বলেও ধারণা করা হচ্ছে।

৫. শিক্ষাঙ্গনের পরিস্থিতি: প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষাঙ্গনগুলোতেও নতুন করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। এটি নিয়ে শিক্ষাঙ্গনে একটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির সম্ভাবনাও অমূলক নয় বলে অনেকে মনে করছেন। এই পরিস্থিতিতে ঈদের পরপর দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেই অনেকে মনে করছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে পালিয়েছে মালিকপক্ষ’

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে সাড়ে তিনশ শ্রমিক-কর্মচারীর তিন সপ্তাহের বেতন-বোনাস না দিয়ে মিলে তালা দিয়ে পালিয়েছে মালিকপক্ষ। বুধবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার রূপপুর এলাকায় অবস্থিত কিং

বিনা খরচে ২৬ হাজার শ্রমিক নিচ্ছে জার্মানি, আবেদনের নিয়ম

ঠিকানা টিভি ডট প্রেস: ইউরোপের অন্যতম প্রভাবশালী ধনী দেশ জার্মানি। অনেকের কাছে স্বপ্নের দেশ এটি। সেখানে পাড়ি দেওয়ার জন্য চেষ্টার কমতি থাকে না তৃতীয় বিশ্বের

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক: সিলেটের সীমান্তে গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে তাদের মৃত্যু হয়েছে। বিজিবি জানিয়েছে, ভারতীয় সীমান্তে তাদের মরদেহ পড়ে

বেশি মুনাফার কারণে পণ্যের দাম বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির চাইতে অধিকতর মুনাফার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার (২৩ মার্চ’) সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ

মালয়েশিয়ায় বেনজীরের বিপুল বিনিয়োগের সন্ধান

ঠিকানা টিভি ডট প্রেস: মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার কর্মসূচি ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। দেশ

মসজিদের দরজায় ধাক্কা খেয়ে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

ঠিকানা টিভি ডট প্রেস: মাগরিবের নামাজে কাতারে দাঁড়িয়ে গেছে মুসল্লিরা। তখনই নামাজ আদায় করতে মসজিদে যান কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মুনসেফ আলী। দ্রুত অজু