নিজস্ব প্রতিবেদক: গত কয়েকবছর আগেও কল্যাণপুর ও গাবতলী বাসস্ট্যান্ডে হেলপারদের হাঁকডাকে সরগরম থাকতো। তবে এবারের চিত্র ভিন্ন কল্যাণপুরের বাসস্ট্যান্ডে সারি সারি বাস দাঁড়িয়ে থাকলেও আশানুরূপ যাত্রী না থাকায় প্রত্যেক বাসে দুই-একটি সিট খালি যাচ্ছে বলে দাবি করেছেন পরিবহন শ্রমিকরা।
একই চিত্র দেখা গেছে গাবতলি বাস টার্মিনালেও। চিরচেনা সেই ভিড় নেই। যেখানে পা ফেলার জায়গা পাওয়া যেতো না সেখানে এখন কাউন্টারের সামনে অলস দাঁড়িয়ে আছেন পরিবহন শ্রমিকরা।
রোববার (৭ এপ্রিল’) সকালে কল্যাণপুর ও গাবতলি বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে এই চিত্র।
ঈদযাত্রায় চেনা ভিড় নেই কল্যাণপুর বাসস্ট্যান্ডে, একই চিত্র গাবতলীতেও তবে গাবতলি ও কল্যাণপুরের পরিবহন শ্রমিকদের আশা বিকেল থেকে যাত্রীর চাপ বাড়বে। আগামীকাল সোমবার (৮ এপ্রিল) থেকে পোশাক কারখানার কর্মীদের ছুটি শুরু হবে। তাই ওইদিন এবং তার পরের দিন (৯ এপ্রিল) যাত্রীদের ভিড় তুলনামূলক বেশি থাকবে।
ঢাকা-কুষ্টিয়াগামী রাবেয়া পরিবহনের ম্যানেজার বলেন, বর্তমানে যাত্রীর চাপ কম। তাই কেউ চাইলে সরাসরি কাউন্টারে এসে টিকিট কেটে বাড়ি যেতে পারছে। তবে আগামীকাল ও পরশু যাত্রীর চাপ বাড়বে।
যাত্রী কম থাকার কারণ জানতে চাইলে তিনি জানান, পদ্মাসেতু চালু হয়েছে। ফলে কম সময়ে ও কম খরচে যাওয়া যাচ্ছে। তাই যাত্রীদের চাপ কম।’