ঠিকানা টিভি ডট প্রেস: ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী গ্রাম্য চিকিৎসক ধীর কৃষ্ণ রায়। সোমবার (২ সেপ্টেম্বর) তিনি সদস্য ফরম পূরণ করে এই দলে যোগ দেন।
ধীর কৃষ্ণ রায় খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার খলিশা এলাকার বাসিন্দা। এ নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দিয়ে পোস্ট দিয়েছেন।
ইসলামী আন্দোলনের দাকোপ উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম জানান, ধীর কৃষ্ণ রায় নিজেই আগ্রহী হয়ে তাদের দলে যোগ দিয়েছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো ধর্মের লোক এই দল করতে পারবে।
এ ব্যাপারে ধীর কৃষ্ণ রায় জানান, দলে যোগদানের জন্য কেউ তাকে চাপ প্রয়োগ করেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার কোনো ভয় বা আতঙ্ক নেই। তিনি বিভিন্ন সময় শফিকুল ইসলামের কথাবার্তা শুনেছেন। তার কথা শুনে ভালো লেগেছে, সে কারণে তিনি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন।’