ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপ, দেখে নিন সব ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

ঠিকানা টিভি ডট প্রেস: আজ থেকে মাসব্যাপী ইউরো চ্যাম্পিয়নশিপের আসর শুরু হতে যাচ্ছে। এবারের আসরে ২৪টি দল ছয় গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। এবারের আয়োজক দেশ জার্মানি। জার্মানির ১০ ভেন্যুতে ১৪ জুলাই পর্যন্ত চলবে ইউরোপের মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের ও সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট।

শুক্রবার (১৪ জুন’) মিউনিখে স্কটল্যান্ড বনাম স্বাগতিক জার্মানীর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। এবার ২৪টি দেশকে মোট ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে ৪টি করে দেশ রয়েছে। ২০০৬ সালে বিশ্বকাপ আয়োজনের পর এটিই জার্মানিতে অনুষ্ঠেয় সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা।

গ্রুপ-এ : জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড

গ্রুপ-বি : স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া

গ্রুপ-সি : স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড

গ্রুপ-ডি : নেদারল্যান্ডস, ফ্রান্স, পোল্যান্ড, অস্ট্রিয়া

গ্রুপ-ই : ইউক্রেন, স্লোভাকিয়া, বেলজিয়াম, রোমানিয়া

গ্রুপ-এফ : পর্তুগাল, চেক প্রজাতন্ত্র, জর্জিয়া, তুরষ্ক

ইউরোর সূচি :

১৪ জুন : জার্মানি বনাম স্কটল্যান্ড (মিউনিখ)

১৫ জুন : হাঙ্গেরি বনাম সুইজারল্যান্ড (কোলন)

স্পেন বনাম ক্রোয়েশিয়া (বার্লিন)

ইতালি বনাম আলবেনিয়া (ডর্টমুন্ড)

১৬ জুন : পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস (হামবুর্গ)

স্লোভেনিয়া বাম ডেনমার্ক (স্টুটগার্ট)

সার্বিয়া বনাম ইংল্যান্ড (জেলসেনকার্চেন)

১৭ জুন : রোমানিয়া বনাম ইউক্রেন (মিউনিখ)

বেলজিয়াম বনাম স্লোভাকিয়া (ফ্রাাঙ্কফুর্ট)

অস্ট্রিয়া বনাম ফ্রান্স (ডাসেলডর্ফ)

১৮ জুন : তুরষ্ক বনাম জর্জিয়া (ডর্টমুন্ড)

পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র (লিপজিগ)

১৯ জুন : ক্রোয়েশিয়া বনাম আলবেনিয়া (হামবুর্গ)

জার্মানি বনাম হাঙ্গেরি (স্টুটগার্ট)

স্কটল্যান্ড বনাম সুইজারল্যান্ড (কোলন)

২০ জুন : স্লোভেনিয়া বনাম সার্বিয়া (মিউনিখ)

ডেনমার্ক বনাম ইংল্যান্ড (ফ্রাংকফুর্ট)

স্পেন বনাম ইতালি (জেলসেনকার্চেন)

২১ জুন : স্লোভাকিয়া বনাম ইউক্রেন (ডাসেলডর্ফ)

পোল্যান্ড বনাম অস্ট্রিয়া (বার্লিন)

নেদারল্যান্ডস বনাম ফ্রান্স (লিপজিগ)

২২ জুন : জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র (হামবুর্গ)

তুরষ্ক বনাম পর্তুগাল (ডর্টমুন্ড)

বেলজিয়াম বনাম রোমানিয়া (কোলন)

২৩ জুন : সুইজারল্যান্ড বনাম জার্মানি (ফ্রাঙ্কফুর্ট)

স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি (স্টুটগার্ট)

২৪ জুন : ক্রোয়েশিয়া বনাম ইতালি (লিপজিগ)

আলবেনিয়া বনাম স্পেন (ডাসেলডর্ফ)

২৫ জুন : নেদারল্যান্ডস বনাম অস্ট্রিয়া (বার্লিন)

ফ্রান্স বনাম পোল্যান্ড (ডর্টমুন্ড)

ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া (কোলন)

ডেনমার্ক বনাম সার্বিয়া (মিউনিখ)

২৬ জুন : স্লোভাকিয়া বনাম রোমানিয়া (ফ্রাঙ্কফুর্ট)

ইউক্রেন বনাম বেলজিয়াম (স্টুটগার্ট)

চেক প্রজাতন্ত্র বনাম তুরষ্ক (হামবুর্গ)

জর্জিয়া বনাম পর্তুগাল (জেলসেনকার্চেন)

শেষ ষোল :

ম্যাচ ৩৮ : ২৯ জুন : গ্রুপ-এ রানার্স-আপ বনাম গ্রুপ-বি রানার্স-আপ (বার্লিন)

ম্যাচ ৩৭ : গ্রুপ-এ বিজয়ী বনাম গ্রুপ-সি রানার্স-আপ (ডর্টমুন্ড)

ম্যাচ ৪০ :৩০ জুন : গ্রুপ-সি বিজয়ী বনাম গ্রুপ সি/ডি/এফ’র তৃতীয় দল (জেলসেনকার্চেন)

ম্যাচ ৩৯ : গ্রুপ-বি বিজয়ী বনাম গ্রুপ এ/ডি/ই/এফ’র তৃতীয় দল (কোলন)

ম্যাচ ৪২ : ১ জুলাই : গ্রুপ-ডি রানার্স-আপ বনাম গ্রুপ-ই রানার্স-আপ (ডাসেলডর্ফ)

ম্যাচ ৪১ : গ্রুপ-এফ বিজয়ী বনাম গ্রুপ এ/বি/সি’র তৃতীয় দল (ফ্রাঙ্কফুর্ট)

ম্যাচ ৪৩ : ২ জুলাই : গ্রুপ-ই বিজয়ী বনাম গ্রুপ এ/বি/সি/ডি’র তৃতীয় দল (মিউনিখ)

ম্যাচ ৪৪ : গ্রুপ-ডি বিজয়ী বনাম গ্রুপ-এফ রানার্স-আপ (লিপজিগ)

কোয়ার্টার ফাইনাল :

ম্যাচ ৪৫ : ৫ জুলাই : ম্যাচ ৩৯ বিজয়ী বনাম ম্যাচ ৩৭ বিজয়ী (স্টুটগার্ট)

ম্যাচ ৪৬ : ম্যাচ ৪১ বিজয়ী বনাম ম্যাচ ৪২ বিজয়ী (হামবুর্গ)

ম্যাচ ৪৮ : ৬ জুলাই : ম্যাচ ৪০ বিজয়ী বনাম ম্যাচ ৩৮ বিজয়ী (ডাসেলডর্ফ)

ম্যাচ ৪৭ : ম্যাচ ৪৩ বিজয়ী বনাম ম্যাচ ৪৪ বিজয়ী (বার্লিন)

সেমিফাইনাল :

ম্যাচ ৪৯ : ৯ জুলাই : ম্যাচ ৪৫ বিজয়ী বনাম ম্যাচ ৪৬ বিজয়ী (মিউনিখ)

ম্যাচ ৫০: ১০ জুলাই: ম্যাচ ৪৭ বিজয়ী বনাম ম্যাচ ৪৮ বিজয়ী (ডর্টমুন্ড)

ফাইনাল:

১৪ জুলাই: ম্যাচ ৪৯ বিজয়ী বনাম ম্যাচ ৫০ বিজয়ী (বার্লিন)

প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয় ইউরো চ্যাম্পিয়নশিপ। ইউরোপের সেরা দেশগুলোকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর আয়োজন করতে যাচ্ছে জার্মানি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু!

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নম্বর ওয়ার্ড

২’সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক: দুই সন্তানকে হত্যার পর খুলনায় এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (২৭ জানুয়ারি’) ডুমুরিয়া উপজেলার ১৩ নং গুটুদিয়া

সংরক্ষিত আসনে নারী এমপি প্রত্যাশীদের তালিকা দীর্ঘ হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত আসনের নারী এমপি কারা হবেন-এ নিয়ে আওয়ামী লীগ এখন পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে। শুক্রবার দিবাগত রাতে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক

জাতীয় কবিকে সর্বস্তরের মানুষের কাছে আমরা এখনও পৌঁছে দিতে পারিনি বলে মন্তব্য করেছেন কবি কাজী নজরুল ইসলামের নাতনী এবং সংগীত শিল্পী খিলখিল কাজী।

‘জাতীয় কবিকে সবার কাছে আমরা এখনও পৌঁছাতে পারিনি’

বৃহস্পতিবার (২৫ মে) জাতীয় কবির ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পেশার মর্যাদা, সুরক্ষা এবং সাংবাদিকদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের চতুর্থ স্তম্ভখ্যাত গণমাধ্যম সংশ্লিষ্ট সাংবাদিকদের পেশার মর্যাদা, সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ গঠনের ৫৩ বছরে সব পেশার সুরক্ষা, অধিকার নিশ্চিত