ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপ, দেখে নিন সব ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

ঠিকানা টিভি ডট প্রেস: আজ থেকে মাসব্যাপী ইউরো চ্যাম্পিয়নশিপের আসর শুরু হতে যাচ্ছে। এবারের আসরে ২৪টি দল ছয় গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। এবারের আয়োজক দেশ জার্মানি। জার্মানির ১০ ভেন্যুতে ১৪ জুলাই পর্যন্ত চলবে ইউরোপের মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের ও সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট।

শুক্রবার (১৪ জুন’) মিউনিখে স্কটল্যান্ড বনাম স্বাগতিক জার্মানীর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। এবার ২৪টি দেশকে মোট ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে ৪টি করে দেশ রয়েছে। ২০০৬ সালে বিশ্বকাপ আয়োজনের পর এটিই জার্মানিতে অনুষ্ঠেয় সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা।

গ্রুপ-এ : জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড

গ্রুপ-বি : স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া

গ্রুপ-সি : স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড

গ্রুপ-ডি : নেদারল্যান্ডস, ফ্রান্স, পোল্যান্ড, অস্ট্রিয়া

গ্রুপ-ই : ইউক্রেন, স্লোভাকিয়া, বেলজিয়াম, রোমানিয়া

গ্রুপ-এফ : পর্তুগাল, চেক প্রজাতন্ত্র, জর্জিয়া, তুরষ্ক

ইউরোর সূচি :

১৪ জুন : জার্মানি বনাম স্কটল্যান্ড (মিউনিখ)

১৫ জুন : হাঙ্গেরি বনাম সুইজারল্যান্ড (কোলন)

স্পেন বনাম ক্রোয়েশিয়া (বার্লিন)

ইতালি বনাম আলবেনিয়া (ডর্টমুন্ড)

১৬ জুন : পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস (হামবুর্গ)

স্লোভেনিয়া বাম ডেনমার্ক (স্টুটগার্ট)

সার্বিয়া বনাম ইংল্যান্ড (জেলসেনকার্চেন)

১৭ জুন : রোমানিয়া বনাম ইউক্রেন (মিউনিখ)

বেলজিয়াম বনাম স্লোভাকিয়া (ফ্রাাঙ্কফুর্ট)

অস্ট্রিয়া বনাম ফ্রান্স (ডাসেলডর্ফ)

১৮ জুন : তুরষ্ক বনাম জর্জিয়া (ডর্টমুন্ড)

পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র (লিপজিগ)

১৯ জুন : ক্রোয়েশিয়া বনাম আলবেনিয়া (হামবুর্গ)

জার্মানি বনাম হাঙ্গেরি (স্টুটগার্ট)

স্কটল্যান্ড বনাম সুইজারল্যান্ড (কোলন)

২০ জুন : স্লোভেনিয়া বনাম সার্বিয়া (মিউনিখ)

ডেনমার্ক বনাম ইংল্যান্ড (ফ্রাংকফুর্ট)

স্পেন বনাম ইতালি (জেলসেনকার্চেন)

২১ জুন : স্লোভাকিয়া বনাম ইউক্রেন (ডাসেলডর্ফ)

পোল্যান্ড বনাম অস্ট্রিয়া (বার্লিন)

নেদারল্যান্ডস বনাম ফ্রান্স (লিপজিগ)

২২ জুন : জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র (হামবুর্গ)

তুরষ্ক বনাম পর্তুগাল (ডর্টমুন্ড)

বেলজিয়াম বনাম রোমানিয়া (কোলন)

২৩ জুন : সুইজারল্যান্ড বনাম জার্মানি (ফ্রাঙ্কফুর্ট)

স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি (স্টুটগার্ট)

২৪ জুন : ক্রোয়েশিয়া বনাম ইতালি (লিপজিগ)

আলবেনিয়া বনাম স্পেন (ডাসেলডর্ফ)

২৫ জুন : নেদারল্যান্ডস বনাম অস্ট্রিয়া (বার্লিন)

ফ্রান্স বনাম পোল্যান্ড (ডর্টমুন্ড)

ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া (কোলন)

ডেনমার্ক বনাম সার্বিয়া (মিউনিখ)

২৬ জুন : স্লোভাকিয়া বনাম রোমানিয়া (ফ্রাঙ্কফুর্ট)

ইউক্রেন বনাম বেলজিয়াম (স্টুটগার্ট)

চেক প্রজাতন্ত্র বনাম তুরষ্ক (হামবুর্গ)

জর্জিয়া বনাম পর্তুগাল (জেলসেনকার্চেন)

শেষ ষোল :

ম্যাচ ৩৮ : ২৯ জুন : গ্রুপ-এ রানার্স-আপ বনাম গ্রুপ-বি রানার্স-আপ (বার্লিন)

ম্যাচ ৩৭ : গ্রুপ-এ বিজয়ী বনাম গ্রুপ-সি রানার্স-আপ (ডর্টমুন্ড)

ম্যাচ ৪০ :৩০ জুন : গ্রুপ-সি বিজয়ী বনাম গ্রুপ সি/ডি/এফ’র তৃতীয় দল (জেলসেনকার্চেন)

ম্যাচ ৩৯ : গ্রুপ-বি বিজয়ী বনাম গ্রুপ এ/ডি/ই/এফ’র তৃতীয় দল (কোলন)

ম্যাচ ৪২ : ১ জুলাই : গ্রুপ-ডি রানার্স-আপ বনাম গ্রুপ-ই রানার্স-আপ (ডাসেলডর্ফ)

ম্যাচ ৪১ : গ্রুপ-এফ বিজয়ী বনাম গ্রুপ এ/বি/সি’র তৃতীয় দল (ফ্রাঙ্কফুর্ট)

ম্যাচ ৪৩ : ২ জুলাই : গ্রুপ-ই বিজয়ী বনাম গ্রুপ এ/বি/সি/ডি’র তৃতীয় দল (মিউনিখ)

ম্যাচ ৪৪ : গ্রুপ-ডি বিজয়ী বনাম গ্রুপ-এফ রানার্স-আপ (লিপজিগ)

কোয়ার্টার ফাইনাল :

ম্যাচ ৪৫ : ৫ জুলাই : ম্যাচ ৩৯ বিজয়ী বনাম ম্যাচ ৩৭ বিজয়ী (স্টুটগার্ট)

ম্যাচ ৪৬ : ম্যাচ ৪১ বিজয়ী বনাম ম্যাচ ৪২ বিজয়ী (হামবুর্গ)

ম্যাচ ৪৮ : ৬ জুলাই : ম্যাচ ৪০ বিজয়ী বনাম ম্যাচ ৩৮ বিজয়ী (ডাসেলডর্ফ)

ম্যাচ ৪৭ : ম্যাচ ৪৩ বিজয়ী বনাম ম্যাচ ৪৪ বিজয়ী (বার্লিন)

সেমিফাইনাল :

ম্যাচ ৪৯ : ৯ জুলাই : ম্যাচ ৪৫ বিজয়ী বনাম ম্যাচ ৪৬ বিজয়ী (মিউনিখ)

ম্যাচ ৫০: ১০ জুলাই: ম্যাচ ৪৭ বিজয়ী বনাম ম্যাচ ৪৮ বিজয়ী (ডর্টমুন্ড)

ফাইনাল:

১৪ জুলাই: ম্যাচ ৪৯ বিজয়ী বনাম ম্যাচ ৫০ বিজয়ী (বার্লিন)

প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয় ইউরো চ্যাম্পিয়নশিপ। ইউরোপের সেরা দেশগুলোকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর আয়োজন করতে যাচ্ছে জার্মানি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এইচএসসি পাসের পরই বিসিএস পরীক্ষা নেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি পরীক্ষায় পাস করার পরই বিসিএস পরীক্ষা নেয়াসহ বেশ কিছু সুপারিশ করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে

এখনও ৩১ হাজার হজযাত্রীর ভিসা হয়নি

নিজস্ব প্রতিবেদক: বেশিরভাগ হজযাত্রীদের ভিসা সম্পন্ন না হওয়ায় দ্বিতীয় দফায় আবেদনের সময় বাড়ানো হয়েছিল আজ শনিবার (১১ মে’) পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত ৩৭ শতাংশ হজযাত্রীর

নজরুলের ‘জাতি’ পরিচয় কী?

যে যুগে নজরুলের জন্ম, সেই যুগে বড় একটি প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল ‘জাতি’ পরিচয়। আরও একটি শব্দের মোড়লিপনা ছিল, সেটি হলো ‘জাত’। নজরুল লিখেছেন, ‘জাতের

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের পাঁচ সংকট

নিজস্ব প্রতিবেদক: প্রথম দফায় ১৩৯টি উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। যথারীতি বিরোধী দল বিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার। আওয়ামী লীগের নেতারাই অধিকাংশ উপজেলায় নিরঙ্কুশভাবে

অবৈধ ড্রেজার দিয়ে বালু তোলায় লাখ টাকা জরিমানা 

কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জে কামারখন্দে ফুলজোড় নদী খনন প্রকল্পে অবৈধ ড্রেজার বসিয়ে নদী খনন করায় ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মী তানভীর হাসানকে (২২) জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার

পুলিশ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের ১২৭ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।, সোমবার (১৭ মার্চ) বেলা সোয়া