আ-লীগ নেতাকে পিটিয়ে হত্যা; ছাত্রলীগ নেতার তিন দিনের রিমান্ড

মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম: কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা সোয়ানকে (৪৪) পিটিয়ে হত্যায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা বিন্দু ও ঝিনুক মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম সদর আমলি আদালতে শুনানি শেষে বিচারক মজনু মিয়া এ আদেশ দেন। তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ছাত্রলীগের দুই নেতার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দুই ছাত্রলীগ নেতা হলেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী ওরফে বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়া।

শুক্রবার সন্ধ্যার দিকে জেলা সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করেল পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ব্যবসায়ী শরিফুল ইসলাম সোয়ানকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

এ ঘটনার দুই ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে আটক করে। এরপর শুক্রবার রাত ১২টার পর নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী রোজিনা বেগম (৩৩) বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় চারজনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এদিকে শনিবার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে

জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে নিহত আওয়ামী লীগের নেতা শরিফুল ইসলাম সোহানের।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, শুক্রবার হত্যা ঘটনার দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছাত্রলীগের ওই দুই নেতাকে আটক করে পুলিশ। পরে রাত ১২টায় নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী একটি হত্যা মামলা করেন। এরপর ওই মামলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঁচ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, মারপিট ও হত্যা মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে খাদ্যবান্ধব কর্মসূচির ২১ বস্তা চাল জব্দ

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২১বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ (১৭ মার্চ) সোমবার দুপুরে উপজেলার পৌষার বাজারে পরিত্যক্ত অবস্থায় ২১

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা

অনলাইন ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার এ হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা

‘আফরিনের ঢাকা সফরের উদ্দেশ্য কী’

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকা সফরে আসছেন। তিনদিনের এই ঢাকা সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ

পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

অনলাইন ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল নয়াদিল্লি। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান থেকে সরাসরি

প্রশ্নফাঁসকাণ্ড: বাতিল হতে পারে রেলওয়ের নিয়োগ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বিসিএসের প্রশ্নফাঁস নিয়ে বেশ আলোচনা চলছে বিভিন্ন মহলে। যার জন্য ঝুঁকির মধ্যে পড়েছে নানা নিয়োগ পরীক্ষাও। ইতোমধ্যেই জানা গেছে, প্রশ্নফাঁসকাণ্ডে গঠিত তদন্ত

স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে অশ্লীল উক্তি: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিলেন শিল্পমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক: শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এবার দ্বিতীয়বারের মতো শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়ে তিনি যেন বেসামাল হয়ে গেছেন। একের পর এক