আয়াতুল্লাহ খামেনির ওপর হামলা চালাতে পারে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলা চালাতে পারে দখলদার ইসরায়েল। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

এরপর থেকে এই হামলার জন্য ইরানকে দায়ী করে আসছে তারা। এর জেরে ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল।

বিস্তারিত জানা না গেলেও সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির নিরাপত্তা বিশ্লেষক এবং বৈশ্বিক ঝুঁকি বিষয়ক প্রধান জিন-মার্ক রিকলি সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, নেতানিয়াহুর বাড়িতে হামলার জন্য ইরানের দিকে আঙুল তোলার ব্যাপারটি চলমান দ্বন্দ্বকে আরও ছড়িয়ে দিতে পারে।

তিনি বলেছেন, ‘যদি আমরা নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলাকে হত্যাচেষ্টা হিসেবে বিবেচনা করি এবং ইরানের সঙ্গে এটির সমান কিছু ভাবি তাহলে দেখা যাবে, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন।’

এই নিরাপত্তা বিশ্লেষক আরও জানিয়েছেন, হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল যা করেছে মধ্যপ্রাচ্যে থাকা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও একই কাজ করার চেষ্টা করবে ইসরায়েল।’

তিনি বলেন, ইসরায়েল ইরানের প্রক্সি এবং অন্যান্যদের বিরুদ্ধে এই অঞ্চলে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। তাদের টার্গেট শুধুমাত্র হিজবুল্লাহ নয়….হুথিসহ অন্যান্য দলগুলোও। তারা ইঙ্গিত দিচ্ছে হামাসের সঙ্গে যা করেছে এবং হিজবুল্লাহর সঙ্গে যা করছে সেগুলো অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও করবে। ফলে প্রথমে তারা এসব গোষ্ঠীর প্রধানদের হত্যা করবে। এরপর তাদের পুরোপুরি দমনের চেষ্টা করা।

১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ১৮১টি মিসাইল ছোড়ে ইরান। এরপর থেকেই ওই হামলার জবাব দেয়ার হুমকি দিয়ে আসছে ইসরায়েল। বলা হচ্ছে, ইরানি সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে ইসরায়েলি বাহিনী। এখন আশঙ্কা করা হচ্ছে, এতে যোগ করা হতে পারে খামেনির ওপর হামলার বিষয়টিও।

তবে ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তাদের লক্ষ্য করে আবারও পাল্টা হামলা চালাবে বলে নতুন করে সতর্কতা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, তারা কোনো আঞ্চলিক যুদ্ধ চায় না। কিন্তু ইসরায়েল হামলা চালালে তারাও বসে থাকবে না।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে,হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং তাদের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুপুরে ডিএমপিতে যাবে বিএনপির প্রতিনিধি দল

আগামী ১২ জুলাই (বুধবার) ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি। এজন্য অনুমতি চেয়ে রোববার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে দলটি। কিন্তু এখন পর্যন্ত

ব্যাংক খাতে তিন মাসে প্রভিশন ঘাটতি বেড়েছে ২৩৯৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: উচ্চ খেলাপি ঋণের ভারে খুড়িয়ে চলছে দেশের ব্যাংক খাত। আর এই খেলাপির সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রভিশন ঘাটতিও। ভাল এবং মন্দ ঋণের বিপরীতে

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট হ্যাকারদের দখলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপ-পরিচালক শামীম হাসান ভূইয়া। অধিদপ্তরের ওয়েব https://live8.bmd.gov.bd/p/SMS-333/ লিঙ্কটিতে প্রবেশ করলেই লেখা উঠছে hacked

৭০ বছর বয়সে প্রেমিকা খুঁজতে বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক: এআই গিলবার্টের বয়স ৭০ বছর। এত বয়স হলেও এই মার্কিন নাগরিকের কোনো বউ বা প্রেমিকা নেই। তাই দীর্ঘদিন ধরে একাকিত্বে ভুগতে ভুগতে বিরক্ত

তাড়াশে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে

শান্তর সেঞ্চুরিতে দাপুটে জয় বাংলাদেশের’

বাংলা পোর্টাল: মাত্র এক মাস পূর্বেই পূর্ণ রূপে পেয়েছেন দলের অধিনায়কের দায়িত্ব। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজই তার প্রথম এসাইনমেন্ট। যেখানে টি টোয়েন্টিতে ইতোমধ্যেই