তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: আম পরিবহনের জন্য সবচেয়ে নিরাপদ রেলপথ, ১০ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন চালু: রেলমন্ত্রী
রাজশাহী, ১১ মে ২০২৪ রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, সবচেয়ে নিরাপদ হচ্ছে রেল পথে আম পরিবহনের ব্যবস্থা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমচাষি এবং ব্যবসায়ীদের জন্য এ ব্যবস্থার সুবিধা করেছেন। যাতে সবচেয়ে কম খরচে আমটি পৌঁছানো যায়। এটি সবচেয়ে সস্তা পরিবহন, যাত্রী পরিবহনের ক্ষেত্রেও এবং মালামাল পরিবহনের ক্ষেত্রেও। জনগনের দ্বারপ্রান্তে পৌঁছিয়ে দেওয়ার জন্য কাজ করছে মন্ত্রানালয় এবং নতুন নতুন লাইন নির্মান করা হচ্ছে।
তিনি আজ রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলার আম পরিবহনের এক সেমিনারে এসব কথা বলেন।
সেমিনারে জানানো হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে ১০ জুন থেকে চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন। পদ্মা সেতু দিয়ে এবার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। টানা পঞ্চমবারের মতো চালু হচ্ছে এই ট্রেন। এর আগে লোকসানের কারণে এই ট্রেন বন্ধ করে পশ্চিমাঞ্চল রেল।
ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ টন। তবে এবার ট্রেন যাবে পদ্মা সেতু হয়ে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকাল ৪টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এই ট্রেন। যাত্রা পথে রহনপুর স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনসহ মোট ১৫টি স্টেশনে যাত্রাবিরতি দেবে ম্যাংগো স্পেশাল ট্রেন। এই ট্রেন ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আম পরিবহনে ভাড়া লাগবে ১ টাকা ৪৭ পয়সা, রাজশাহী থেকে ১ টাকা ৪৩ পয়সা, পোড়াদহ থেকে ১ টাকা ১৯ পয়সা, রাজবাড়ী থেকে ১ টাকা ৭ পয়সা, ফরিদপুর থেকে ১ টাকা ১ পয়সা এবং ভাঙ্গা থেকে ৯৮ পয়সা।
২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যাংগো স্পেশাল ট্রেনে ৩৯ লাখ ৯৫ হাজার ৭৯৮ কেজি আম পরিবহন করা হয়েছে। ট্রেন ভাড়া পেয়েছে ৪৬ লাখ ২৯ হাজার ১৪০ টাকা।
সেমিনারে রাজশাহী সদরের এমপি ও রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নাটোরের এমপি আবুল কালাম আজাদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদত আলী, রেল মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর খোন্দকার, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মো. মুহাম্মদ হুমায়ুন কবীর, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, ফল গবেষক, কৃষি কর্মকর্তা, রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর আমচাষি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।