আপনার জানার ও বিনোদনের ঠিকানা

আমি এক পাগলের সঙ্গে সংসার করি : তিশা

দেশের স্বনামধন্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অংশ হিসেবে দুটি সিনেমা পরিচালনা করেছেন। একটি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, অন্যটি ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’।

এর মধ্যে প্রথম সিনেমায় প্রথমবারের মতো অভিনয়ও করেছেন তিনি। যেখানে অভিনেত্রী স্ত্রী নুসরাত ইমরোজ তিশার বিপরীতে দেখা যাবে এই নির্মাতাকে।

সম্প্রতি এশিয়ার মর্যাদাপূর্ণ বুসান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া জিও মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হবে এটি।

সিনেমাটি তৈরির পরেও নতুন করে আবারও কিছু অংশের শুট করেছেন ফারুকী। যেটি কেবল ওটিটি ভার্সনের দর্শকরাই দেখতে পারবেন। এই নির্মাতা বলেন, ‘অকস্মাৎ স্বপ্নে হানা দিল একটা দৃশ্য। তিশাকে বললাম। ওপরে ওপরে কপট রাগ করেও সবুজ সংকেত দিল। আর আজকে (বুধবার) আমরা শুট করলাম দৃশ্যটা। ছবির একদম শেষ দৃশ্য হবে এটা। যেই দৃশ্যটা শুধুমাত্র ওটিটি ভার্সনেই দেখা যাবে।’

 

নির্মাতা স্বামীর এমন কাণ্ডকেই পাগলামী হিসেবে দেখছেন অভিনেত্রী স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। শুটিংয়ের ওই বিচিত্র অভিজ্ঞতার কথা জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি একটা পাগল মানুষের সংসার করি, পাগল ডিরেক্টরের সাথে কাজ করেছি। এখন সেটার শাস্তি ভোগ করছি। আমাদের সিনেমার শুটিং হয়ে গেছে, ডাবিং হয়ে গেছে, রিলিজও পেয়ে গেছে, বুসানেও চলে গেছে। এখন হঠাৎ করে ঘুমের মাঝে মোস্তফা সরয়ার ফারুকীর স্বপ্নে একটা সিন আসছে। সেই সিনটার শুটিং করতেছি’।

 

এর আগে ফারুকী বলেন, ‘অটোবায়োগ্রাফি ওরফে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ছবির কাজ শেষ, ফেস্টিভ্যাল স্ক্রিনিংও শেষ, ছবিটা নিয়ে মনে একটা শান্তির ভাব আছে। দুইদিন পরে মুম্বাইতে ছবিটার শো-ও আছে। আর মাত্র কয়েকদিনের মধ্যে চরকিকে ডেলিভার করতে হবে ফিল্মটা যাতে দ্রুত সবাই দেখতে পায়।’

সর্বশেষ এই নির্মাতা বলেন, ‘আমি তো এমন জীবনই প্রার্থনা করছিলাম যেখানে সিনেমা আর জীবন মিলেমিশে হবে একাকার। এমনই তো জীবন।’

এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, ডলি জহুরসহ অনেকে। শিগগিরই এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির কথা রয়েছে।

এনএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশ যে কোনো সংঘাত আলোচনার মাধ্যমে সমাধান চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সংঘাত নয় শান্তি চাই। সোমবার (২৯ মে) আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০২৩

রোডমার্চের নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি: কাদের

রোডমার্চের নামে বিএনপি জনগণের কাছে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি

নতুন আলোর বাতিঘর

১২ই আগস্ট ২০১০। প্রিয় মল্লিক ভাইয়ের অনন্ত যাত্রার এইদিনে আমি খুলনা কারাগারে বন্দী। আচমকা খবর শুনে মনটা ভীষণ ব্যাথাতুর ও বিষন্ন হয়ে উঠলো। কারাগারে নিজের

বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর রেজা কিবরিয়া : নুর

গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার বিরুদ্ধে নানান অভিযোগ করেছেন তারই দলটির সদস্য সচিব নুরুল হক নুর। তিনি বলেন, টাকার লোভে সরকারের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে

কুরবানির গুরুত্ব ও ফজিলত – মিজানুল হক

আরবিতে কোরবানি শব্দের অর্থ নৈকট্য আর ফারসিতে শব্দটি ত্যাগ অর্থে ব্যবহার হয়।  ইসলামের ধর্মীয় পরিভাষায় কোরবানি বলতে ‘মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নির্দিষ্ট শ্রেণির পশুগুলোর

বেলকুচিতে বিদ্যুৎ স্পৃটে দুই জনের মৃত্যু

ভি কে জয়,বেলকুচিতে বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে সুতার মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিউলি খাতুন (৩২) ও মারুফ হোসেন (১৩) নামের দুজনের